গরু পাচারের মামলায় জেনারুল শেখকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। প্রতীকী ছবি।
গ্রেফতারের পরে চার্জশিট পর্ব পেরিয়ে তিনি এখন জামিনে আছেন। গরু পাচারের মামলায় অভিযুক্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেই জেনারুল শেখকে শুক্রবার কলকাতায় নিজাম প্যালেসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। পাচার চক্রের সঙ্গে জড়িতদের বিষয়েই এ দিন জেনারুলকে প্রশ্ন করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।
সেপ্টেম্বরে গরু পাচারের মামলায় সিআইডি জেনারুলকে গ্রেফতার করেছিল। জেনারুল-সহ কয়েক জনের বিরুদ্ধে নভেম্বরে চার্জশিট দেয় সিআইডি। ৩০ এপ্রিল সিআইডি-র মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জেনারুল।
সিবিআই সূত্রের অভিযোগ, সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামে গরুর খোঁয়াড় তৈরি করেছিলেন জেনারুল এবং অন্য কয়েক জন অভিযুক্ত। জেনারুল গরু পাচারের মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ। রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে গরু পাচার করতেন তাঁরা। তদন্তকারীদের দাবি, সীমান্তরক্ষী বাহিনীর এক শ্রেণির অফিসারের যোগসাজশে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাচার চক্রে সক্রিয় ভাবে জড়িত ছিলেন জেনারুল। রাজ্য পুলিশ, শুল্ক দফতর ও সীমান্তরক্ষী বাহিনীর একাংশের সঙ্গে যোগসাজশে পাচার চক্র চালাতেন তিনি। গরু পাচারের মামলায় সতীশ কুমার নামে এক সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডান্টকে গ্রেফতার করেছিল সিবিআই। এখন সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডি-র মামলায় তিহাড় জেলে রয়েছেন সেই কমান্ডান্ট।