CBI

সারদা মামলায় রাজীব কুমারের নামে চার্জশিট তৈরির প্রস্তুতি নিচ্ছে সিবিআই

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, শিলংয়ে পাঁচ দিন ধরে রাজীব কুমারকে জেরা করে সংগৃহীত বয়ান এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই চার্জশিটের খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সেই খসড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইন বিশেষজ্ঞরা খতিয়ে দেখে চূড়ান্ত চার্জশিট তৈরি করবেন বলে সূত্রের খবর।

Advertisement

সিজার মণ্ডল

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ১৬:৪৮
Share:

রাজীব কুমার।—ফাইল চিত্র।

রাজীব কুমারের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট তৈরির কাজ শেষ পর্যায়ে— এমনটাই খবর সিবিআই সূত্রে।

Advertisement

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, শিলংয়ে পাঁচ দিন ধরে রাজীব কুমারকে জেরা করে সংগৃহীত বয়ান এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই চার্জশিটের খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সেই খসড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইন বিশেষজ্ঞরা খতিয়ে দেখে চূড়ান্ত চার্জশিট তৈরি করা হবে বলে সূত্রের খবর।

সারদা তদন্তের সঙ্গে যুক্ত তদন্তকারীদের একাংশ জানিয়েছেন, রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য লোপাট, তথ্য বিকৃতি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে অসহযোগিতা, তদন্তকে বিভ্রান্ত করে রাজ্যের একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতাকে আড়াল করার অভিযোগ আনা হতে পারে ওই চার্জশিটে।

Advertisement

সিবিআইয়ের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, ওই গোয়েন্দা সংস্থা থেকে অপসারিত হওয়ার আগে তৎকালীন অতিরিক্ত অধিকর্তা এম নাগেশ্বর রাও কলকাতায় এসেছিলেন। সেই সময় তিনি সারদা-সহ বিভিন্ন চিটফান্ড তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন তদন্তকারীদের সঙ্গে। তিনি সিবিআইয়ের আইনজ্ঞদের সঙ্গেও সেই সময় কথা বলেছিলেন রাজীব কুমারের বিষয়ে। সূত্রের খবর, তদন্তকারীরা মনে করছেন, রাজীব কুমারের বিরুদ্ধে যে যে অভিযোগ তাঁরা এর আগে শীর্ষ আদালতে হলফনামায় একাধিক বার উল্লেখ করেছেন, তার সপক্ষে তাঁদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ আছে। সেই তথ্যপ্রমাণই তাঁরা প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছে মুখ বন্ধ খামে জমা দিয়েছিলেন। সেই সঙ্গে আদালতে জমা দিয়েছিলেন রাজীব কুমারকে জেরার রিপোর্টও। সেই তথ্যপ্রমাণের ভিত্তিতেই চার্জশিট তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে।

আরও পড়ুন- চায়ের দোকানে কাজ করেও আইএএস! দিনহাটায় জীবনযুদ্ধের গল্প শোনাবেন মহারাষ্ট্রের আনসার​

আরও পড়ুন- ভাঙনের জেরে গঙ্গার গ্রাসে জাতীয় সড়ক, কলকাতা থেকে প্রায় বিচ্ছিন্ন দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ​

ওই গোয়েন্দা সংস্থা মনে করছে, কলকাতা হাইকোর্টে রাজীব কুমারকে নিয়ে যে মামলা চলছে তা চলুক। তার সঙ্গে চার্জশিট দেওয়ার কোনও আইনি জটিলতা নেই। গত এক মাসে প্রায় আটটি শুনানি হয়েছে ওই মামলার। এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে।

রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের একাংশের ইঙ্গিত, রাজ্য প্রশাসনেরও নজর রয়েছে রাজীব কুমারের ব্যাপারে সিবিআই কী সিদ্ধান্ত নেয় তার দিকে। কলকাতার প্রাক্তন কমিশনারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রাজ্য পুলিশের বর্তমান এক কর্তা বলেন, ‘‘সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট— আদালতের দরজায় ঘুরে ঘুরে এখনকার রাজীব কুমার যেন অতীতের ছায়া।” শীর্ষ পুলিশ কর্তাদের একাংশের ইঙ্গিত, রাজীব নিজেও বুঝতে পারছেন, এত দিন তাঁর পাশে যাঁরা ছিলেন তাঁরা ধীরে ধীরে সরে যাচ্ছেন। রাজ্য পুলিশের আইজি পদমর্যাদার এক আধিকারিক ইঙ্গিত দেন, গত কয়েক মাসে রাজীব কুমারের ব্যবহার অনেকটাই বদলে গিয়েছে।

অন্য দিকে, সিবিআই সম্পর্কে ওয়াকিবহাল এক আইনজীবী বলেন, ‘‘রাজীবকে চার্জশিট না দিলে বিপদে পড়বে খোদ সিবিআই। কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই ওই সমস্ত অভিযোগ হলফনামা আকারে শীর্ষ আদালতে দিয়েছে। এর পর রাজীব কুমারের নাম চার্জশিট তৈরি না করলে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে।”

চিটফান্ড তদন্তের সঙ্গে যুক্ত সিবিআইয়ের এক শীর্ষ আধিকারিককে চার্জশিট জমা দেওয়ার সম্ভাব্য তারিখ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বৃহস্পতিবার বলেন, ‘‘প্রাক্তন অতিরিক্ত অধিকর্তার নির্দেশে চার্জশিট তৈরি করার কাজ শুরু হয়। তিনি অপসারিত হওয়ার পর, চার্জশিট তৈরির কাজ এগিয়ে নিয়ে যেতে বারণ করা হয়নি। তবে কবে জমা দেওয়া হবে তা নির্ভর করছে নয়াদিল্লির সবুজ সঙ্কেতের উপর।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement