SSC

SSC: এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদের বিরুদ্ধে মামলা রুজু করল সিবিআই

নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় বৃহস্পতিবার সিবিআই তনদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১৩:৫৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদের বিরুদ্ধে মামলা রুজু করল সিবিআই। শুক্রবার মুখবন্ধ খামে আদালতের কাছে রিপোর্ট জামা দিয়েছে সিবিআই। সূত্রের খবর, আদালতে সিবিআই সেই রিপোর্টে জানিয়েছে, শান্তিপ্রসাদের নামে মামলা রুজু করেছে তারা।

Advertisement

এর আগে গ্রুপ ডি নিয়োগ মামলায় শিক্ষার দফতরের ডেপুটি ডিরেক্টর অলোক কুমার সরকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই। এ বার শান্তিপ্রসাদের নামে মামলা রুজু করল তারা।

নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। এই দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদকে ‘কিংপিন’ বলে উল্লেখ করেছিল আদালত। নতুন করে অভিযোগ দায়ের করে মামলার তদন্ত শুরু করার পাশাপাশি শুক্রবারের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement