আজ ফের মির্জাকে ডেকেছে সিবিআই

নারদ মামলায় কয়েক মাস পরেই কলকাতা হাইকোর্টে চার্জশিট পেশ করা হবে বলে কিছু দিন আগে জানিয়েছিল সিবিআই। তা হলে জিজ্ঞাসাবাদের জন্য মির্জাকে আবার ডেকে পাঠানোর কারণ কী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ০৩:৫০
Share:

আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। নারদ-কাণ্ডে প্রাক্তন পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে আবার ডেকে পাঠাল সিবিআই। আজ, বৃহস্পতিবার সকাল ১০টায় নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য তাঁর কাছে তলবি নোটিস পাঠানো হয়েছে বলে জানান সিবিআইয়ের তদন্তকারীরা। ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশনে বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার মির্জাকে তাঁর কাছ থেকে টাকা নিতে দেখা গিয়েছিল একটি ভিডিয়ো ফুটেজে (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার)। নারদ-কাণ্ডে রাজ্যের শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদ-সহ ১৩ জন অভিযুক্ত রয়েছেন।

Advertisement

নারদ মামলায় কয়েক মাস পরেই কলকাতা হাইকোর্টে চার্জশিট পেশ করা হবে বলে কিছু দিন আগে জানিয়েছিল সিবিআই। তা হলে জিজ্ঞাসাবাদের জন্য মির্জাকে আবার ডেকে পাঠানোর কারণ কী?

সিবিআইয়ের তদন্তকারীরা জানান, তদন্তে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। সিবিআইয়ের এক তদন্তকারী অফিসারের কথায়, স্টিং অপারেশনের ভিডিয়ো অনুযায়ী শাসক দলের তখনকার এক সাংসদ (বর্তমানে বিরোধী দলের নেতা) ম্যাথুকে বলেছিলেন, মির্জাকে টাকা দেওয়া হোক। তার পরেই ম্যাথু বর্ধমানে পুলিশ সুপারের অফিসে গিয়ে টাকা দিয়ে আসেন। তদন্তকারীদের কথায়, জিজ্ঞাসাবাদে ম্যাথু জানিয়েছিলেন, সে-দিন শুধু তিনি টাকা দিতে যাননি। পুলিশ সুপারের অফিসে আরও দুই ব্যবসায়ী তাঁকে জানান, তাঁরাও টাকা দিতে এসেছেন। তার পরে সেই দুই ব্যবসায়ীর খোঁজ করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মির্জা শাসক দলের অন্য এক সাংসদের হয়েও বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিতেন এবং পরে তা ওই সাংসদের কাছে পৌঁছে দিতেন। সম্প্রতি নারদ-কাণ্ডে ওই সাংসদ-নেতার নামও পরোক্ষ ভাবে উঠে এসেছে। সেই বিষয়েই মির্জাকে প্রশ্ন করা হবে বলে সিবিআইয়ের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement