কলকাতা হাইকোর্টের নির্দেশে বেসরকারি অর্থ লগ্নি সংস্থা এমপিএসের সম্পত্তির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), বিধাননগর পুলিশ এবং হাইকোর্ট নিযুক্ত স্পেশ্যাল অফিসারেরা বৃহস্পতিবার লেক টাউনে এমপিএসের অফিসে যান। এ দিনই সারদা মামলায় সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং কুণাল ঘোষের আইনজীবী বিচার ভবনে বিচারক অরবিন্দ মিশ্রের এজলাসে দাবি করেন, সিবিআইয়ের চার্জশিটে প্রয়োগ করা ধারা অনুযায়ী সারদা ট্যুর এবং ট্রাভেলসের মামলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে চলতে পারে না। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসেই তার শুনানি হওয়ার কথা। সব কিছু শুনে বিচারক ২০ মে-র মধ্যে অভিযুক্তদের আইনজীবীদের যৌথ আবেদন পেশ করতে বলেন।
সুদীপ্ত, দেবযানী ও কুণালের জামিনের আবেদন খারিজ করে তিন জনকেই ২৮ মে পর্যন্ত জেল-হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।