প্রতীকী ছবি।
এক কর্মী অসুস্থ হওয়ার পরেই ডেঙ্গির খোঁজে রাজ্য বিধানসভায় তল্লাশি চালাল কলকাতা পুরসভা। বিধানসভার মূল ভবন ও আশপাশে কয়েকটি জায়গায় বৃহস্পতিবার জমা জল সংগ্রহ করে পরীক্ষা করলেও ডেঙ্গির মশার লার্ভা পাওয়া যায়নি। তবে জমা জল নিয়ে বিধানসভার কর্মীদের সতর্ক করে দিয়েছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
দু’দিন আগেই জ্বরে আক্রান্ত হয়ে মধ্য কলকাতার একটি বেসরকারি হসাপাতালে ভর্তি হন বিধানসভার কেয়ারটেকার নাজিবুর রহমান। তিনি বিধানসভার কর্মী আবাসনেই থাকেন। তাঁর ডেঙ্গি ধরা পড়েছে, তা জানার পরেই নড়েচড়ে বসেন প্রশাসন। পুরকর্মীদের একটি দল এ দিন দুপুরে বিধানসভায় এসে একাধিক জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। বিধানসভার সচিব অভিজিৎ সোম অবশ্য বলেন, ‘‘এক জন কর্মী অসুস্থ। কী হয়েছে, তা জানি না। তবে পুরসভা নিয়মিত দেখভাল করে।’’ পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘‘ডেঙ্গির মশার লার্ভা পাওয়া যায়নি। তবে বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে। সেই জায়গাগুলি নিয়ে সতর্ক থাকা দরকার।’’ বিধানসভা চত্বরে নতুন একটি বাড়ি তৈরির কাজ চলছে। সেখানে জমা জল নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে বিধানসভা কর্তৃপক্ষকে।