Murshidabad Unrest

মুর্শিদাবাদ: এনআইএ তদন্ত চেয়ে আদালতে আক্রান্তেরা! হাই কোর্টে শুভেন্দুও, যেতে চান ধুলিয়ানে, বিকেলে শুনানি

সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একটি অংশ। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে পুলিশ-প্রশাসনের তরফে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১২:১১
Share:
Case filed in Calcutta High Court seeking NIA probe into Murshidabad situation

শুভেন্দু অধিকারী ধুলিয়ানে যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত কয়েক দিন ধরে মুর্শিবাদের কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। সেই অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করল আক্রান্তদের পরিবার। শুধু তা-ই নয়, অশান্ত হয়ে ওঠা ধুলিয়ানে যেতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

Advertisement

সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একটি অংশ। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে পুলিশ-প্রশাসনের তরফে। অভিযোগ, অশান্তির ঘটনায় অনেকেই আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে তিন জনের। ঘরছাড়া অনেকে। আক্রান্ত পরিবারগুলির দাবি, ওয়াকফ আইনের বিরোধিতার নামে চক্রান্ত চলছে মুর্শিদাবাদে। তাঁদের আর্জি, এই চক্রান্তের নেপথ্যের জাল ছিঁড়তে এনআইএ-র হাতে তদন্তভার দেওয়া হোক। সুতি, ধুলিয়ান, শমসেরগঞ্জ-সহ একাধিক এলাকার বেশ কয়েক জন বাসিন্দা বুধবার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন।

মামলাকারীদের অভিযোগ, তাঁদের বাড়িতে বোমা মারা হয়েছে। তাঁরা আক্রান্ত হয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। পুলিশ সুপারকে ইমেল করে অভিযোগ জানানো হলেও কোনও জবাব পাওয়া যায়নি বলেও দাবি তাঁদের। তার পরই তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও, বিশ্ব হিন্দু পরিষদও মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে।

Advertisement

এনআইএ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করেন বিশ্ব হিন্দু পরিষদের আহবায়ক অমিয় সরকার। তাঁর আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস বলেন, "প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানি আর্জি জানানো হয়েছে। অশান্তির ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়ার আবেদন করা হয়েছে। পাশাপাশি, ঘরছাড়াদের নিরাপত্তা দিয়ে ঘরে ফিরিয়ে আনা হোক। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়েছে। মামলায় বলা হয়েছে, যাঁরা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সম্পত্তি নষ্ট করেছেন তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা নেওয়া হোক।"

অন্য দিকে, ধুলিয়ানে যেতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। তাঁর আইনজীবীর বক্তব্য, গত কয়েক দিনের মধ্যে অন্য দলের নেতা-নেত্রীরা ধুলিয়ানে গিয়েছেন। কিন্তু তাঁর মক্কেলকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার দুপুরেই এই মামলার শুনানি হবে।

এ ছাড়াও বিচারপতি ঘোষের এজলাসে মুর্শিদাবাদ নিয়ে আরও একটি মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। একটি সংগঠন ধুলিয়ানে ঘরছাড়াদের জন্য ক্যাম্প করতে চায়। জেলাশাসকের কাছে অনুমতি চাওয়া হয় এই ব্যাপারে। অভিযোগ, জেলাশাসক অনুমতি দেননি। বিচারপতি ঘোষের এজলাসে বিষয়টি উল্লেখ করা হলে ওই সংগঠনের আইনজীবীদের পাঠিয়ে দেওয়া হয় বিচারপতি অমৃতা সিংহের এজলাসে। তাঁর এজলাসেই শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement