Jawad

Cyclone Jawad: ধেয়ে আসছে ‘জাওয়াদ’, ৪৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল, রইল তালিকা

বাংলার উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের দাপটে বিপর্যস্ত হতে পারে অন্ধ্র ও ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ১৭:০৩
Share:

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাতিল ট্রেন। ফাইল ছবি।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও স্থানে শনিবার আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তার প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিপর্যস্ত হতে পারে অন্ধ্র ও ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকা। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, আগেভাগেই বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল। দক্ষিণ-পূর্ব রেলওয়ে মোট ৪৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। দেখে নিন কবে কোন ট্রেন বাতিল।

Advertisement
  • দক্ষিণ-পূর্ব রেলের কোন কোন ট্রেন বাতিল এবং কবে
  • ২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১৮৪৭৮ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস: ২ ডিসেম্বর
  • ১২৮০২ নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস: ২ ডিসেম্বর
  • ১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস: ২ ডিসেম্বর
  • ১২৫০৮ শিলচর-তিরুঅনন্তপুরম আরোনাই এক্সপ্রেস: ২ ডিসেম্বর
  • ১২৭০৩ হাওড়া-সেকেনদরাবাদ ফলকনুমা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ২২৮৮৩ পুরী-যশবন্তপুর গরিব রথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম: ৩ ডিসেম্বর
  • ১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ: ৩ ডিসেম্বর
  • ১২৮৪১ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ২২৮১৭ হাওড়া-মাইসুরু এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ২২৮০৭ সাঁতরাগাছি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল: ৩ ডিসেম্বর
  • ২২৬৪৪ পটনা-এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১৩৩৫১ ধানবাদ-আলাপ্পুঝা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৮৯৯ টাটা-যশবন্তপুর এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১৮৪০৯ হাওড়া-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৮৯৫ শালিমার-পুরী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১৮৪৫১ হাতিয়া-পুরী তপস্বিনী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৮৭৬ আনন্দ বিহার-পুরী নীলাচল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস: ৪ ডিসেম্বর
  • ১৮১০৫ রৌরকেল্লা-পুরী এক্সপ্রেস: ৩ এবং ৪ ডিসেম্বর
  • ১৮৬৩৭ হাতিয়া-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস: ৪ ডিসেম্বর
  • ডাউন
  • ১২৮০১ পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস: ২ ডিসেম্বর
  • ১২৫০৯ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি: ২ ডিসেম্বর
  • ২২৬৪১ তিরুঅনন্তপুরম-শালিমার এক্সপ্রেস: ২ ডিসেম্বর
  • ১৫৯০৫ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস: ২ ডিসেম্বর
  • ১২৮৪২ চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১৮০৪৬ হায়দরাবাদ-হাওড়া এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৭০৪ সেকেন্দরাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৮৬৪ যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৮৪০ চেন্নাই-হাওড়া মেল: ৩ ডিসেম্বর
  • ১৪০৪৮ ভাস্কো ডা গামা-হাওড়া অমরাবতী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৬৬৪ তিরুচিরাপল্লি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১২৮৩৮ পুরী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১৮৪৫২ পুরী-হাতিয়া তপস্বিনী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১৮৪১০ পুরী-হাওড়া শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
  • ১৫৬৪৩ পুরী-কামাক্ষ্যা এক্সপ্রেস: ৪ ডিসেম্বর
  • ১৮১০৬ পুরী-রৌরকেল্লা এক্সপ্রেস: ৪ ডিসেম্বর
  • ১২৮২২ পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস: ৪ ডিসেম্বর
  • ১২৮১৫ আনন্দ বিহার-পুরী নন্দন কানন এক্সপ্রেস: ৪ ডিসেম্বর
  • ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস: ৪ ডিসেম্বর
  • ২০৮১৭ ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস: ৪ ডিসেম্বর
  • ২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস: ৪ ডিসেম্বর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement