কলকাতার বরাহনগরে বাবার বাড়ি সুদর্শনা শাসমলের। পাঁচ বছর আগে বিয়ে হয়েছে শিলিগুড়িতে। নানা জটিলতায় কলকাতার ভোটার তালিকা থেকে নামা কাটানো হয়নি। শিলিগুড়িতেও নাম ওঠাতে পারেননি। চার বছর আগে কোচবিহারে রিয়া বর্মনের বিয়ে হয়েছে মালদহে। শ্বশুরবাড়ি এলাকায় ভোটার তালিকায় নাম ওঠাতে গিয়ে নানা নথি চাওয়া হচ্ছে। ফলে, এখনও কোনও ভোট হলে কোচবিহারে ছুটতে হয় তাঁকে। এই সমস্যা যত দ্রুত সম্ভব ঠিক করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে যে সব তৃতীয় লিঙ্গ ও যৌনকর্মীদের নাম এখনও এলাকার ভোটার তালিকায় নেই, তাঁদের জন্যও বিশেষ অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, তৃতীয় লিঙ্গ ও যৌনকর্মীদের নাম তালিকায় তুলতে ১৬ থেকে ২১ সেপ্টেম্বর অবধি জেলা নির্বাচন দফতরের তরফে অভিযান চলবে। ওই সময়সীমার মধ্যে বিভিন্ন বৃদ্ধাবাসে থাকা আবাসিকদের কাছের ভোটগ্রহণ কেন্দ্রের তালিকায় নাম তোলানোর ব্যবস্থা করা হবে। গত ২৪ অগস্ট কমিশনের তরফে রাজ্যের সব জেলায় যে নির্দেশিকা পাঠানো হয়, সেখানে এই সব নির্দেশই দেওয়া হয়েছে।
ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভোটার তালিকায় যে সব ক্ষেত্র কিংবা পেশার মানুষজনের প্রতিনিধিত্ব একেবারেই কম, তাঁদের নাম আরও বেশি যুক্ত করতে বিশেষ অভিযান চালাতে হবে। যেমন, ভিন দেশ বা ভিন রাজ্যে যাওয়া চাষি এবং শ্রমিকদের নাম তোলানো নিশ্চিত করতে হবে। কমিশন জানিয়েছে, পুজো আর ইদের সময়ে এরা ঘরে ফিরবে। তাই ওই সময়ে এলাকায় ভোটার তালিকায় নাম তোলানোর জন্য আবেদন করার সুবিধা দিতে ক্যাম্প করতে হবে।