Calcutta University

শিক্ষানীতি: প্রস্তুতি-বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়

রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ওই ফ্রেমওয়ার্ক কার্যকর করার বিষয়ে প্রথমে নির্দেশ দিয়েও পরে তা খতিয়ে দেখতে উচ্চশিক্ষা দফতর ছয় সদস্যের কমিটি গড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ০৬:৩৬
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ফাইল চিত্র।

জাতীয় শিক্ষানীতি অনুসারী ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’ কার্যকরী করার বিষয়ে আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বোর্ড অব স্টাডিজ়ের বৈঠকের পরে এ বার বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক ডাকতে চলেছেন কর্তৃপক্ষ।

Advertisement

এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী স্নাতক স্তরের অনার্স কোর্স তিন বছরের বদলে চার বছর-সহ বেশ কিছু পরিবর্তন হওয়ার কথা। রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ওই ফ্রেমওয়ার্ক কার্যকর করার বিষয়ে প্রথমে নির্দেশ দিয়েও পরে তা খতিয়ে দেখতে উচ্চশিক্ষা দফতর ছয় সদস্যের কমিটি গড়েছে। কিন্তু তাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নেই। বিষয়টি নিয়ে ক্ষোভও ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে।

তবে বিষয়টি নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে শুক্রবার জানিয়েছেন বিশ্ববিদ‌্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ১৫৪টি কলেজ। রেজিস্ট্রার বলেন, ‘‘বোর্ড অব স্টাডিজ়ের বৈঠক হয়েছে। এ বার অধ্যক্ষদের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি বোঝা হবে। তারপর বোর্ড অব স্টাডিজ় থেকে একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হবে, যাতে নির্দেশ পাওয়া মাত্রই বিষয়গুলি কার্যকর করা যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement