Chief Justice T S Sivagnanam

হাই কোর্টে ‘ন্যক্কারজনক ঘটনা’ ঘটাচ্ছেন বিজেপির আইনজীবীরা! ক্রুদ্ধ প্রধান বিচারপতি শিবজ্ঞানম

এজলাসে বসেই ওই মন্তব্য করেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। আইনজীবীদের উদ্দেশেই তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার রেজিস্ট্রার জেনারেলের অফিসে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২৪ ১৫:২৭
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

কলকাতা হাই কোর্টের বিজেপি-আইনজীবী সংগঠনের উপর ক্রুদ্ধ প্রধান বিচারপতি শিবজ্ঞানম। শুক্রবার তাদের বিরুদ্ধে আদালতের পবিত্রতা নষ্ট করার অভিযোগ এনে ভর্ৎসনা করলেন তিনি। প্রধান বিচারপতি বললেন, বিজেপির আইনজীবীরা যা করেছেন তা ‘ন্যক্কারজনক ঘটনা’।

Advertisement

শুক্রবার কলকাতা হাই কোর্টে নিজের এজলাসে বসেই ওই মন্তব্য করেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। এজলাসে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্য করেই প্রধান বিচারপতি বলেন, ‘‘গতকাল (বৃহস্পতিবার) রেজিস্ট্রার জেনারেলের অফিসে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। একদল আইনজীবী গিয়ে ওই দফতরের কর্মীদের হুমকি দিয়ে এসেছেন, কোর্ট রুমের ভিতরে তাঁদের মিটিং করতে দিতে হবে!’’

প্রধান বিচারপতি এর পরেই জানান তাঁর ক্ষোভের কথা। তিনি বলেন, ‘‘বুধবারও প্রায় ৪০ জন আইনজীবী কোর্টের মধ্যে জড়ো হয়েছিলেন। খবর পেয়েছি একটি রাজনৈতিক মিটিং হচ্ছিল। কিন্তু কোর্টের মধ্যে কেন? যে কোনও জায়গায় মিটিং করতে পারেন। এখানে আদালতের পবিত্রতা বজায় রাখুন!’’

Advertisement

বিচারপতি এই ঘটনাটি নিয়ে কতটা ক্ষুব্ধ তা স্পষ্ট করে দিয়েছেন এজলাসেই। তিনি বলেন, ‘‘এই সব ঘটনা ক্ষমা করা যায় না। কী ভাবে কেউ কর্মীদের হুমকি দিতে পারে? যদি এখানেই (আদালতেই) কেউ নিরাপদ বোধ না করেন, তবে আর কোথায় যাবেন?’’

এই ঘটনার জেরেই প্রতিদিন সন্ধ্যা ৬টার পর থেকে কলকাতা হাই কোর্টের কোর্টরুম বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। শুক্রবার একই সঙ্গে তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি বৃহত্তর বেঞ্চেও পাঠাবেন তিনি। প্রধান বিচারপতি বলেন, ‘‘ওই আইনজীবীদের দু’জন অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক ছিলেন। আমি দু’জনের নাম জানতে পেরেছি। আইনজীবী ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ সাহা। এ ছাড়া কারা কারা ছিলেন, আজকে রাতের মধ্যে আমি সবার নাম চাই। প্রয়োজনে এই বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠাব।’’

শুক্রবার আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‘রাজ্যের এজিকে বলে দয়া করে এ বিষয়ে কিছু করুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement