Calcutta High Court

Calcutta High Court: মানা হয়নি নির্দেশ, রাজ্য পুলিশের নবনিযুক্ত ডিজিকে তলব হাই কোর্টের, খারিজ রাজ্যের আর্জিও

আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে আদালতে হাজির হতে হবে। একই সঙ্গে আদালতকে জানাতে হবে কেন তাঁদের কোনও আইনজীবি থাকছেন না শুনানিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৩:১৪
Share:

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

বিভিন্ন মামলায় রাজ্যের আইনজীবী হাজির না থাকায় উষ্মা প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বিশেষ করে জনস্বার্থ মামলা এবং চিটফান্ডের মামলায় সরকারি কৌঁসুলি হাজির না থাকায় বিরক্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এমন একটি চিটফান্ডের মামলায় বারংবার ডেকেও পুলিশের তরফে কোনও কৌঁসুলি না আসায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে ব্যক্তিগত ভাবে হাজিরার নির্দেশ দিল আদালত। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে আদালতে হাজির হতে হবে। একই সঙ্গে আদালতকে জানাতে হবে কেন তাঁদের কোনও আইনজীবি থাকছেন না শুনানিতে।

Advertisement

ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানান রাজ্যের কৌঁসুলি কিশোর দত্ত। সেই আর্জিও খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, দু’টি অর্থলগ্নি সংস্থার প্রতিনিধিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। কিন্তু আদালতের সেই নির্দেশ মানা হয়নি। এমনকি বৃহস্পতিবার মামলার শুনানির সময় সরকারি কৌঁসুলিও উপস্থিত ছিলেন না। তার প্রেক্ষিতেই রাজ্যের নবনিযুক্ত ডিজিকে তলব আদালতের। উল্লেখ্য, এর আগেও দু’টি মামলার শুনানিতে এমন ঘটনা ঘটেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement