হাওড়ার মঙ্গলাহাট। ফাইল চিত্র।
হাওড়ার মঙ্গলাহাটের স্থান পরিবর্তনের দাবিতে জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে। তারই জেরে সোমবার হাওড়া পুরনিগমের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
আবেদনকারীর দাবি, হাওড়া হাসপাতাল, প্রশাসনিক ভবন এবং আদালতের সামনে এই হাট বসার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কারণ, প্রচুর মানুষের সমাগম হয় সপ্তাহে তিন দিন। সেই ছবিও আদালতে পেশ করেন আবেদনকারী। দাবি করেন, হাটের স্থানান্তর প্রয়োজন।
মঙ্গলবার শুনানি-পর্বে প্রধান বিচরপতির প্রশ্ন, এশিয়ার বৃহত্তম হাটের দায়ভার কার? আবেদনকারীর আইনজীবী জানান, হাটের তত্ত্বাবধানে আছে হাওড়া পুরনিগম। এর পরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তিন সপ্তাহের মধ্যে মঙ্গলাহাট স্থানান্তরের দাবির বিষয়ে মতামত-সহ রিপোর্ট জমা দিতে হবে হাওড়া পুরনিগমকে। ৪ সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে।