Calcutta High Court

‘যত আটকানোর চেষ্টা হবে, সন্দেহ বাড়বে’, কোতুলপুরে বিজেপিকে কর্মসূচির অনুমতি হাই কোর্টের

গত ১৭ নভেম্বর কোতুলপুরের শুভেন্দুর কর্মসূচি ছিল। পুলিশ অনুমতি না দেওয়ায় সেই কর্মসূচি বাতিল হয়। গত ১ নভেম্বর একই কারণে কোতুলপুরে পৌঁছেও বিজয়া সম্মিলনীর মঞ্চে যেতে পারেননি শুভেন্দু।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৭:০১
Share:

কলকাতা হাই কোর্ট। — ফাইল চিত্র।

যত আটকানোর চেষ্টা করবেন, তত সন্দেহ বাড়বে। বাঁকুড়ার কোতুলপুরে বিজেপিকে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আগামী ২৫ নভেম্বর ওই জায়গায় মিছিল করতে পারবে বিজেপি। পুলিশ প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করতে পারবে। মঙ্গলবারের মধ্যে বিজেপিকে তা জানাতে হবে।

Advertisement

এই প্রসঙ্গে বিচারপতি মান্থার মন্তব্য, ‘‘এ ভাবে বার বার কর্মসূচিতে বাধা দেবেন না। যত আটকানোর চেষ্টা করবেন সন্দেহ ততই বাড়বে।’’

গত ১৭ নভেম্বর কোতুলপুরের শুভেন্দুর কর্মসূচি ছিল। পুলিশ অনুমতি না দেওয়ায় সেই কর্মসূচি বাতিল হয়। এর আগে গত ১ নভেম্বর একই কারণে কোতুলপুরে পৌঁছেও বিজয়া সম্মিলনীর মঞ্চে হাজির হতে পারেননি শুভেন্দু। সে দিনই তিনি ১৭ নভেম্বরের কর্মসূচির করার কথা ঘোষণা করেছিলেন। শেষ পর্যন্ত ২৫ নভেম্বর হতে চলেছে সেই কর্মসূচি।

Advertisement

গত ২৬ অক্টোবর কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। কোতুলপুরের বিধায়কের এই শিবির বদলের পরেই কর্মীদের মনোবল চাঙ্গা করতে গত ১ নভেম্বর কোতুলপুরের মোহিনীমোহন ময়দানে বিজয়া সম্মিলনীর ডাক দেয় বিজেপি। ওই সম্মেলনের জন্য পুলিশ-প্রশাসনের অনুমতি না মেলায় পরে হাই কোর্টের দ্বারস্থ হয় তারা। বিজেপির আশা ছিল, শেষ মুহুর্তে হলেও আদালতের তরফে অনুমতি মিলবে। কিন্তু বাঁকুড়া পুলিশের কাছ থেকে ময়দানে প্রবেশ ও বাহিরের একমাত্র পথের যুক্তি শুনে শেষ মুহূর্তে অনুমতির আবেদন বাতিল করে আদালত।

সম্মেলন শুরু হওয়ার পর আদালত অনুমতির আবেদন বাতিল করায় মাঝপথে রণে ভঙ্গ দিতে হয় বিজেপিকে। শুভেন্দু ওই দিন কোতুলপুরে পৌঁছে গেলেও আদালত অনুমতি না দেওয়ায় আর সভামুখো হননি। দলীয় কর্মীদের নিয়ে স্থানীয় একটি লজ থেকে তিনি বাজার পরিক্রমা করে নেতাজি মোড় পর্যন্ত যান। কোতুলপুর ছাড়ার আগে সেই দিনই শুভেন্দু ঘোষণা করেন, ১৭ নভেম্বর তিনি কোতুলপুরে পদযাত্রা করবেন। কিন্তু সে বারও কর্মসূচির অনুমতি না মেলায় এক দিন আগেই তা বাতিল করা হয়। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের নির্দেশে আগামী ২৫ নভেম্বর কোতুলপুরে রাজনৈতিক কর্মসূচি করতে পারবে বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement