—প্রতীকী ছবি।
সরকারের ভুলে চাকরিতে যোগ দিতে দেরি হলে সংশ্লিষ্ট কর্মীকে সিনিয়রিটি এবং বেতনের বর্ধিত হার (ইনক্রিমেন্ট) থেকে বঞ্চিত করা যাবে না বলেই জানাল কলকাতা হাই কোর্ট। অনিমেষ কর্মকার নামে এক প্রাথমিক শিক্ষকের মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন যে, মামলাকারীকে ২০১৭ সাল থেকে সিনিয়রিটি এবং ইনক্রিমেন্ট ধার্য করতে হবে। ২০২২ সালের যে ইনক্রিমেন্ট, তা এরিয়ার হিসেবে হাতে পাবেন তিনি।
অনিমেষের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সৈকত সূত্রধর জানান যে, ২০১৪ সালের টেট-এ ছ’টি প্রশ্ন ভুল থাকার জন্য অনেকেই পাশ করতে পারেননি। পরে আদালতে একাধিক বার মামলা করে সেই ছ’টি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর পেয়ে পাশ করেন তাঁরা। হাই কোর্টের নির্দেশেই ওই প্রার্থীদের মধ্যে যাঁরা ইন্টারভিউ পাশ করেন তাঁদের ২০২২ সালে চাকরিতে নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের ভুলে দেরিতে চাকরিতে যোগ দেওয়া সত্ত্বেও ২০১৭ সাল থেকে চাকরির প্রাপ্য সুবিধা পাচ্ছিলেন না অনিমেষ। এ দিন সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি মান্থা ওই নির্দেশ দেন।
সুদীপ্ত জানান, ২০১৭ সাল থেকে ইনক্রিমেন্ট ধার্য করা হলেও সেই টাকা হাতে পাবেন না অনিমেষ। তবে তাঁর প্রাপ্য বেতনে ওই ইনক্রিমেন্টের প্রভাব পড়বে। শুধু ২০২২ সালের সেপ্টেম্বরে চাকরিতে যোগ দেওয়ায় ওই বছরের ইনক্রিমেন্ট এরিয়ার হিসেবে হাতে পাবেন তিনি।