কৌঁসুলিদের সভা আজ, উঠতে পারে কর্মবিরতি

বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের কার্যালয়ে গিয়ে সম্মতি জানিয়ে তাঁরা কেন্দ্রীয় আইন মন্ত্রকের পাঠানো নথিতে সই করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ২০:৩১
Share:

ফাইল চিত্র।

পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবিতে ১৯ ফেব্রুয়ারি থেকে আইনজীবীদের কর্মবিরতি চলছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যেই বিচারপতি হিসেবে তাঁদের নিয়োগের বিষয়ে সম্মতি জানালেন চার আইনজীবী। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের কার্যালয়ে গিয়ে সম্মতি জানিয়ে তাঁরা কেন্দ্রীয় আইন মন্ত্রকের পাঠানো নথিতে সই করেন।

Advertisement

নতুন চার বিচারপতি নিয়োগের পরিপ্রেক্ষিতে কর্মবিরতি উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে আদালত সূত্রের খবর। তবে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের এক কর্তা জানান, আজ, বৃহস্পতিবার সংগঠনের সভা ডাকা হয়েছে। কর্মবিরতি প্রত্যাহার করা হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ওই সভাতেই। আইনজীবী সংগঠনের ওই কর্তা জানান, এ দিন যে-চার আইনজীবী সম্মতি জানান, তাঁরা হলেন বিশ্বজিৎ বসু, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জয় সেনগুপ্ত ও অমৃতা সিংহ। হাইকোর্টে এখন ৩৩ জন বিচারপতি রয়েছেন। নতুন চার জনের নিয়োগের পরে সংখ্যাটা বেড়ে হবে ৩৭।

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সিদ্ধান্ত মেনে ওই চার আইনজীবীকে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইন মন্ত্রক সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকেও শীঘ্রই স্থায়ী করা হবে।

Advertisement

বার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম মজুমদার এ দিন বলেন, ‘‘পরিস্থিতি কিছুটা অনুকূল হলেও সংগঠনের বেশির ভাগ সদস্য বৃহস্পতিবার যে-সিদ্ধান্ত নেবেন, তা মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ করার পরেও কেন কর্মবিরতি প্রত্যাহার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলে উষ্মা প্রকাশ করেছে বিজেপির আইন শাখা। বৃহত্তর জনস্বার্থে এবং কিছু বিচারপতি নিয়োগের প্রেক্ষিতে দ্রুত কর্মবিরতি তুলে নেওয়ার দাবি জানিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement