—ছবি সংগৃহীত।
রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের মামলায় রাজ্যপালকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার মামলাটি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে শুনানির জন্য উঠেছিল। তিনি ওই নির্দেশ দিয়েছেন। ১৭ অগস্ট মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সুহৃতা পালকে অপসারিত করেছেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই অপসারণের বিরুদ্ধেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুহৃতা।
অপসারিত উপাচার্যের আইনজীবী কিশোর দত্ত এ দিন আদালতে জানান, তাঁর মক্কেলের কাছে ২৬ জুলাই রেজিস্ট্রার কিছু তথ্য চেয়েছিলেন। তার পরেই ৬ অগস্ট তাঁকে শো-কজ় করা হয়। যদিও শো-কজ়ের কোনও স্পষ্ট কারণ দেখানো হয়নি। সুহৃতা শো-কজ়েরও জবাব দেন। তার পরেই রেজিস্ট্রার সুহৃতাকে জানান, তাঁর উত্তরে সন্তুষ্ট নয় রাজভবন। এর পরেই সুহৃতাকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
ইউজিসি-র নিয়ম মেনে নিয়োগ না হওয়ায় রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও সরিয়ে দিয়েছে রাজভবন। একই অভিযোগ সুহৃতার ক্ষেত্রেও ছিল। রাজভবন প্রশ্ন তোলে, সুহৃতা কী ভাবে উপাচার্য পদে আছেন? উপাচার্য হওয়ার ক্ষেত্রে অধ্যাপক হিসাবে ১০ বছরের অভিজ্ঞতা সুহৃতার আছে কি না, তা-ও স্পষ্ট নয়। সম্প্রতি একাধিক চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চও সুহৃতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল।