Calcutta High Court

হেফাজতে নির্যাতন, সিবিআই তদন্তের নির্দেশ

প্রসঙ্গত, তৃণমূলের এক শীর্ষ নেতার কন্যাসন্তানের নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপির দুই মহিলা কর্মীকে গ্রেফতার করে ফলতা থানা। এর পরে হেফাজতে নিয়ে দু’জনকে মারধর, নির্যাতন করা হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ০৬:০৯
Share:

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

দুই মহিলাকে পুলিশি হেফাজতে অত্যাচারের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেন, ‘‘যে ভাবে পুলিশের হেফাজতে মহিলাদের মারধরের অভিযোগ উঠেছে তাতে এই অভিযোগের নিরপেক্ষ তদন্তের ক্ষেত্রে পুলিশের উপরে ভরসা করা যায় না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলার তদন্তের দায়িত্ব নেবে।’’ বিচারপতির নির্দেশ, সিবিআই এই ঘটনার সাথে জড়িত পুলিশ আধিকারিকদের চিহ্নিত করবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আগামী ১৫ নভেম্বর কোর্টে সিবিআইকে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে।

Advertisement

প্রসঙ্গত, তৃণমূলের এক শীর্ষ নেতার কন্যাসন্তানের নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপির দুই মহিলা কর্মীকে গ্রেফতার করে ফলতা থানা। এর পরে হেফাজতে নিয়ে দু’জনকে মারধর, নির্যাতন করা হয় বলে অভিযোগ।

ওই মহিলাদের আইনজীবী সুবীর সান্যাল কোর্টে জানান, অভিযুক্তেরা কিছু বলেননি। বক্তার পাশে হাঁটছিলেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে বহু থানায় একই অভিযোগে মামলা দায়ের হয়। ২৭ দিন ধরে জেল হেফাজতেও ছিলেন। হেফাজতে থাকাকালীন তাঁদের মারধর করা হয়। এই ঘটনায় মহিলাদের শারীরিক পরীক্ষার রিপোর্ট চেয়েছিল কোর্ট। তাঁদের আইনজীবীরা জানান, ওই দুই মহিলার অন্যতম রমা দাসের শরীরে ক্ষত ও কালশিটে দাগের উল্লেখ আছে রিপোর্টে। গ্রেফতারের সময়ে ডাক্তারি রিপোর্টে তা পাওয়া যায়নি। আইনজীবীদের দাবি, এই দাগই পুলিশি নির্যাতনের প্রমাণ। যদিও রাজ্যের আইনজীবী অভিযোগ বার বার অস্বীকার করেন। সব পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি ভরদ্বাজ সিবিআইকে তদন্তভার দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement