West Bengal Panchayat Election 2023

বিধায়কের হুমকির পরেই এক ভোটে জয়ী তৃণমূল? কমিশনের রিপোর্ট তলব করলেন বিচারপতি সিংহ

কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভোটগণনার দিন গণনাকেন্দ্রে ঢুকে হুমকি দেন। তার পরেই এক ভোটে ওই বুথে শাসকদলের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৬:১৪
Share:
Calcutta High Court Justice Amrita Sinha seeks Election Commission’s report on alleged threat of Kulpi MLA in Panchayat Election.

কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। —ফাইল চিত্র।

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বিধায়কের হুমকির বিরুদ্ধে করা মামলায় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। কুলপির এক সিপিএম প্রার্থীর করা মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisement

কুলপির রামকৃষ্ণপুর ২ গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী অর্পিতা বণিক সর্দার তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, গত ১১ জুলাই পঞ্চায়েতের ভোটগণনার দিন গণনার শেষে প্রথমে তাঁকে জয়ী বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে স্থানীয় বিধায়ক কয়েক জন দুষ্কৃতীকে নিয়ে গণনাকেন্দ্রে ঢোকেন এবং হুমকি দেন। তার পরেই মাত্র একটি ভোটে তৃণমূল প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করা হয়।

বিধায়কের বিরুদ্ধে গণনায় প্রভাব খাটিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হাই কোর্টের দ্বারস্থ হয়ে বিচার চেয়েছেন ওই সিপিএম প্রার্থী। নিয়ম অনুযায়ী, গণনা চলাকালীন কেউ গণনাকেন্দ্রে ঢুকতে পারেন না। বুধবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিংহ মামলাকারীকে প্রশ্ন করেন, তিনি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ কমিশনকে জানিয়েছিলেন কি না। মামলাকারী জানান, কমিশনের কাছেও তিনি অভিযোগ জানিয়েছেন। এর পরেই এই ঘটনায় কমিশনের রিপোর্ট তলব করেন বিচারপতি।

Advertisement

উল্লেখ্য, সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ উঠেছিল। সোনারপুর ব্লকের কালিকাপুর ১ গ্রাম পঞ্চায়েতের একটি বুথে গণনার সময় লাভলি কেন্দ্রে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে তাঁকে গণনাকেন্দ্রে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। ওই বুথের সিপিএম প্রার্থীরা আদালতের দ্বারস্থ হলে কমিশনের কাছে সেই সংক্রান্ত রিপোর্টও তলব করেছেন বিচারপতি। সিসিটিভি ফুটেজটি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি।

বিচারপতি সিংহ জানিয়েছেন, গণনাকেন্দ্রে তৃণমূল বিধায়ক কী ভাবে প্রবেশ করলেন, কমিশনের প্রতিনিধিকে এসে আদালতে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ অগস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement