কলকাতা হাই কোর্ট। — ফাইল চিত্র।
সময়সীমাই সার। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় বার বার চেয়েও রাজ্যের জবাব পাচ্ছে না কলকাতা হাই কোর্ট।
গত দু’দিনের মতো বুধবারও রাজ্যের জবাব না পেয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আরও এক দিন সময় দিয়েছে রাজ্যকে। এ দিন অবশ্য রাজ্যের কৌঁসুলি জানান, আজ, বৃহস্পতিবার তাঁরা কোর্টে প্রমাণ করবেন যে রাজ্যের অনুমোদন ছাড়াই সরকারি পদে থাকা ব্যক্তিদের বিচার শুরু হতে পারে।
নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জশিট দিয়েছে সিবিআই। কিন্তু রাজ্য অনুমোদন না দিলে চার্জ গঠন করে বিচার শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ। কেন রাজ্য সরকার এত দিন ধরে ওই অনুমোদন দানের প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি বসাকের পর্যবেক্ষণ ছিল, হয় অনুমতি দেওয়া হবে অথবা দেওয়া হবে না। এত দিন বিষয়টি ফেলে রাখা হয়েছে কেন?
এ দিন রাজ্যের আইনজীবী কোর্টে দাবি করেন, মুখ্যসচিব ভোট-প্রস্তুতির কাজে ব্যস্ত। তাই পর্যাপ্ত সময় দেওয়া হোক। পত্রপাঠ আর্জি খারিজ করেছে কোর্ট। সিবিআই আবেদন করা সত্ত্বেও কেন ফেলে রাখা হয়েছে, সেই প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। রাজ্যের কৌঁসুলির পাল্টা দাবি, সিবিআই কেন চার্জ গঠনের ক্ষেত্রে হাত গুটিয়ে বসে আছে তা বুঝতে পারছেন না তিনি। বিচার প্রক্রিয়ার মধ্যে যে কোনও সময়ে এই অনুমোদন দেওয়া যায়।