Calcutta High Court

ফরেন্সিকে দশ শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ

নির্দেশ রূপায়িত না-হলে সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হতে পারে বলেও কার্যত হুঁশিয়ারি দিয়েছে কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৭:১৮
Share:

প্রতীকী ছবি।

রাজ্য ফরেন্সিক দফতরের ১০টি শূন্যপদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

Advertisement

বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে নির্দেশ দিয়েছে, স্বরাষ্ট্রসচিব এ দিনের মধ্যেই পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন এবং আজ, বুধবার কোর্টে জানাবেন, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব কি না। নির্দেশ রূপায়িত না-হলে সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হতে পারে বলেও কার্যত হুঁশিয়ারি দিয়েছে কোর্ট।

উৎপল সরকার নামে এক ব্যক্তি মাদক সংক্রান্ত একটি মামলায় হাই কোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় ফরেন্সিক রিপোর্ট তলব করা হলেও তা কোর্টে জমা পড়েনি। সরকারি কৌঁসুলি কোর্টে তখন জানিয়েছিলেন, ফরেন্সিক বিভাগে কর্মীর অভাবে রিপোর্ট দেওয়া যায়নি। তার পরেই স্বরাষ্ট্রসচিবকে সশরীরে হাই কোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

স্বরাষ্ট্রসচিব এ দিন হাজির হলে ফরেন্সিক দফতরে নিয়োগ পরিস্থিতি কী, তাঁর কাছে তা জানতে চায় কোর্ট। নিয়োগ হয়নি বলে জানান সচিব। তার পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কোর্ট সূত্রের খবর, ফরেন্সিক দফতরে দু’টি বিভাগ মিলিয়ে শূন্যপদ মোট ১৭টি। তার মধ্যে ১০টি পদে অতি শীঘ্র নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement