স্কুল খোলার মামলা নিয়ে কী বলল হাই কোর্ট? অলংকরণ: শৌভিক দেবনাথ।
স্কুুল খোলা নিয়ে কলকাতা হাই কোর্টে শুরু হল শুনানি। শুক্রবার শুনানির শুরুতেই মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘ভার্চুয়াল ক্লাস করা যায় না। সশরীরে পড়ুয়াদের প্রতিষ্ঠানে যাওয়া জরুরি।’’ শুনানিতে আর কী কী হল...
শুনানির শেষে মামলাকারীদের আইনজীবী জানান, প্রধান বিচারপতির বেঞ্চ তাঁদের মামলা শুনেছে। তাঁদের বক্তব্য ছিল, শীঘ্র স্কুল খুলতে হবে। পরবর্তী শুনানিতে তাঁরা আবার একই আবেদন করবেন। উল্লেখ্য, বৃহস্পতিবার স্কুল খোলার দাবি জানিয়ে চতুর্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। জনস্বার্থ মামলাটি দায়ের করেন উত্তর ২৪ পরগনার ইছাপুর হাই স্কুলের শিক্ষক প্রিয়ঙ্কর ভট্টাচার্য। হলফনামায় তিনি দাবি করেন, শীঘ্রই স্কুল হোক। তার আগে এই দাবিতে তিনটি মামলা দায়ের হয় হাই কোর্টে। তার মধ্যে একটি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর।
বৃহস্পতিবার আদালত জানায়, এই বিষয়ে সমস্ত মামলার একই দিনে শুনানি হবে। অন্য দিকে, স্কুল খোলার বিষয়ে কয়েক দিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, করোনা আবহে শিশুদের স্বাস্থ্যের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তা ছাড়া ধাপে ধাপে স্কুল খোলা যায় কি না সেই সিদ্ধান্ত নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের মাধ্যমে কচিকাঁচাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।