Fake Vaccine

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জনকে দু’টি মামলায় জামিন হাই কোর্টের, বিচার প্রক্রিয়ার অগ্রগতি নেই

শিবির করে কোভিডের ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ উঠেছিল দেবাঞ্জনের বিরুদ্ধে। সেই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। ওষুধ, মাস্ক, স্যানিটাইজার কেনার ক্ষেত্রেও প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৮:১৯
Share:

দেবাঞ্জন দেবকে (ডান দিকে) জামিন কলকাতা হাই কোর্টের। — ফাইল চিত্র।

ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে দু’টি মামলায় জামিন দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নেই। তাই এই জামিন।

Advertisement

শিবির করে কোভিডের ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ উঠেছিল দেবাঞ্জনের বিরুদ্ধে। সেই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। ভুয়ো টিকাকরণ শিবির আয়োজনের পাশাপাশি ওষুধ, মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট কেনার ক্ষেত্রেও প্রতারণার অভিযোগ উঠেছে দেবাঞ্জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব জায়গায় নিজেকে রাজ্য সরকারের যুগ্ম সচিব হিসাবে পরিচয় দিয়ে কলকাতা পুরসভার নামে প্রতারণা করতেন দেবাঞ্জন। প্রয়োজনে নিজেকে ভুয়ো আইএস হিসাবে পরিচয় দিতেন। গ্রেফতারির পরে দেবাঞ্জনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে একাধিক জাল নথি উদ্ধার করেছিলেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। পাওয়া গিয়েছিল ভুয়ো টিকার প্রচুর শিশিও।

কসবায় কোভিড টিকা দেওয়ার নামে ভুয়ো শিবির করে পুলিশের নজরে আসেন দেবাঞ্জন। কসবার শিবিরে সাধারণ মানুষকে দেওয়া টিকা ভুয়ো ছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে ওই টিকার নমুনা পাঠানো হয়েছিল পুণের সেরাম ইনস্টিটিউট এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে লালবাজারকে পরে বিপোর্ট দিয়ে জানানো হয়েছিল, শিশির ভিতরে থাকা তরল কোভিশিল্ড নয়, বরং তার মধ্যে অ্যামিকাসিনের অস্তিত্ব মিলেছে। সেরামও নিশ্চিত করেছিল, কসবা শিবিরে ব্যবহৃত তরল তাদের তৈরি টিকা নয়। এর পরেই দেবাঞ্জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement