TET

TET: টেটে বাড়তি নম্বর যেন নিউটনের আপেল: কোর্ট

আইজ়্যাক নিউটন গাছতলায় বসে ছিলেন এবং সেই সময় আচমকা একটি আপেল তাঁর সামনে এসে পড়ে। সেই সূত্রেই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ০৫:৫৯
Share:

ফাইল চিত্র।

ভুল প্রশ্নের জন্য ‘টেট’ বা প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা যাচাই পরীক্ষায় মাত্র কয়েক জন প্রার্থীকে বাড়তি এক নম্বর দেওয়ার বিষয়টিকে নিউটনের আপেলের সঙ্গে তুলনা করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। কেন এবং কী ভাবে শুধু কয়েক জন প্রার্থীকেই ওই এক নম্বর দেওয়া হয়েছিল, তা পুরোপুরি স্পষ্ট হয়নি। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সেই প্রসঙ্গ ওঠে। ওই বেঞ্চের পর্যবেক্ষণ, ওই এক নম্বর দেওয়ার বিষয়টি অনেকটা নিউটনের আপেলের মতো!

Advertisement

আইজ়্যাক নিউটন গাছতলায় বসে ছিলেন এবং সেই সময় আচমকা একটি আপেল তাঁর সামনে এসে পড়ে। সেই সূত্রেই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন। কোর্টের পর্যবেক্ষণ, ২৬৯ জন টেট প্রার্থীকে এক নম্বর পাইয়ে দেওয়ার বিষয়টিও তেমনই। কোথা থেকে, কী ভাবে বাড়তি এক নম্বর দেওয়া হল, কার্যত সেই প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ।

সেই সঙ্গে ওই বিচারপতিরা জানতে চেয়েছেন, রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্ত কত দূর এগিয়েছে? ডিভিশন বেঞ্চ এ দিন নির্দেশ দিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে সিবিআই-কে লিখিত তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। কী কী নথি ও বয়ান তারা পেয়েছে, সেগুলিও রিপোর্টের সঙ্গে জুড়ে দিতে বলা হয়েছে ওই তদন্তকারী সংস্থাকে।

Advertisement

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্ত করার জন্য সিবিআই-কে ‘সিট’ বা বিশেষ দল গড়তেও বলেন তিনি। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারই শুনানি চলছে। ডিভিশন বেঞ্চের বিচারপতিরা এ দিন জানতে চান, তদন্তের কী অবস্থা? সিবিআইয়ের কৌঁসুলি কোর্টে জানান, সিট তদন্ত করছে। ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বেশ কিছু তথ্যও জোগাড় করেছেন তদন্তকারীরা। ডিভিশন বেঞ্চ তখন সিবিআইয়ের কৌঁসুলিকে বলে, এই ব্যাপারে সবিস্তার রিপোর্ট দিতে হবে ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় জানা গিয়েছে, একটি ভুল প্রশ্নের জন্য ২৬৯ জন প্রার্থীকে এক নম্বর দিয়ে টেট পাশ করানো হয়েছিল এবং তাঁদের চাকরি দেওয়া হয়। সেই সব নিয়োগকে বেআইনি ঘোষণা করে ২৬৯ জনের চাকরি বাতিল করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের বিরুদ্ধেও ডিভিশন বেঞ্চে মামলা করেছেন চাকরি হারানো এক দল শিক্ষক। তবে অসংখ্য টেট প্রার্থীর মধ্যে কেন এবং কী ভাবে শুধু ওই কয়েক জন প্রার্থীকেই এক নম্বর দেওয়া হল, সেই রহস্যভেদ হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement