—প্রতিনিধিত্বমূলক ছবি।
আধার কার্ড নিয়ে কেন্দ্রের কাছে হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আধার কার্ড বাতিলের যে অভিযোগ করা হচ্ছে কেন্দ্রকে ওই বিষয়ে অবস্থান জানিয়ে হলফনামা দিতে হবে। আদালতে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে কেন্দ্রকে। আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।
রাজ্যে প্রচুর আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে এই অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করে ‘এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম’ নামে একটি সংগঠন। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় প্রায় হাজারের বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। কেন্দ্রের এই পদক্ষেপের কী কারণ রয়েছে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, কিছু ত্রুটিপূর্ণ আধার নিষ্ক্রিয় করা হয়েছে। দীর্ঘ দিন ধরে বিদেশে রয়েছেন এমন নাগরিকদেরও আধার কার্ড খতিয়ে দেখা যাচ্ছে। এই মামলার কোনও গুরুত্ব নেই। প্রধান বিচারপতি জানান, এই পুরো বিষয়ে লিখিত হলফনামা দিয়ে জানাতে হবে কেন্দ্রকে।