নওশাদ সিদ্দিক। — ফাইল চিত্র।
ধর্ষণের অভিযোগের মামলায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির আগাম জামিনের আর্জি মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে আগাম জামিন দিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিধায়ককে। আদালতের নির্দেশ, সপ্তাহে দু’দিন তাঁকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে।
গত ৭ জুলাই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন নওশাদ সিদ্দিকি। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নওশাদকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। তিনি মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল নেত্রী। অভিযোগকারিণী ডোমকল শহর কমিটির অন্যতম সাধারণ সম্পাদক। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে কলকাতার বৌবাজার থানায় নওশাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে। এফআইআরে অভিযোগকারিণী জানিয়েছেন, দেড় বছর আগে তাঁকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে নিজের অফিসে আটকে রেখে ধর্ষণ করেছেন নওশাদ। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বেশ কয়েক বার সহবাস করেছেন আইএসএফ বিধায়ক। অভিযোগ, এর পর অভিযোগকারিণী বিয়ের জন্য চাপ দিলে তাঁকে এড়িয়ে যেতে থাকেন নওশাদ। বিধায়ক কখনও নিজে, কখনও সহকারীদের দিয়ে তরুণীকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগকারিণীর দাবি।