—নিজস্ব চিত্র
ফের হাসপাতালে ভর্তি করতে হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। আলিপুরের যে বেসরকারি হাসপাতালে আগে দু’বার তাঁকে ভর্তি করা হয়েছিল, মঙ্গলবার দুপুরে সেখানেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। ওই হাসপাতাল থেকে সোমবারই ছুটি পেয়েছিলেন বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য। কিন্তু বুদ্ধবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বাড়িতে প্যানিক অ্যাটাকের সমস্যা দেখা দেয় মীরাদেবীর। সন্ধ্যায় তাঁকেও হাসপাতালে ফের ভর্তি করা হয়েছে। দু’জনেরই করোনা পজ়িটিভ রিপোর্ট এসেছিল গত সপ্তাহে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে এ দিন দুপুরে মীরাদেবীকে ফোন করে তাঁর ও বুদ্ধবাবুর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনও প্রয়োজনে তাঁরা যেন সরকারের সঙ্গে যোগাযোগ করতে কুণ্ঠাবোধ না করেন, সেই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী।
বুদ্ধবাবুর চিকিৎসকেরা অবশ্য বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার বিশেষ অবনতি হয়েছে, এমন নয়। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছিল সোমবার রাতে। সিওপিডি-র সমস্যায় ভোগা বুদ্ধবাবুর ক্ষেত্রে ওই ঘটনা খুব নতুন নয়। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার পরে নানা রকম ধাক্কা আসার আশঙ্কা, ঘূর্ণিঝড়-জনিত পরিস্থিতি এবং সাইটোকাইন সমস্যার কথা মাথায় রেখে তাঁকে বাড়ি ছেড়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সিপিএমের রাজ্য সম্পাদক, চিকিৎসক সূর্যকান্ত মিশ্রও তাঁকে বিশেষ ভাবে অনুরোধ করেন। তার পরে রাজি হন বুদ্ধবাবু। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ভর্তি হওয়ার পরে বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা একটু বেড়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। মীরাদেবীকেও রাখা হচ্ছে পর্যবেক্ষণে।