ফাইল চিত্র।
আগের থেকে ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অক্সিজেনের মাত্রা স্বাভাবিক আছে। বুধবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে, সূত্রের খবর এমনই।
দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধদেবকে বাইপ্যাপে রাখা হয়েছে। অক্সিজেনের পরিমাণও কমানো হয়েছে। মিনিটে ১-২ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। শরীরে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ।
গত ১৮ মে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় গত ২৫ মে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।