—প্রতিনিধিত্বমূলক ছবি।
কোচবিহার: জঙ্গি সংগঠন এবিটি-র (আনসারুল্লা বাংলা টিম) সদস্যদের বাংলাদেশ থেকে রাজ্যে অনুপ্রবেশের অভিযোগের মাঝেই, বৃহস্পতিবার কোচবিহারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম থেকে বিপুল অঙ্কের আমেরিকান ডলার উদ্ধার করল বিএসএফ। ঘটনাস্থল দিনহাটার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রাম ঝিকরি। ঘটনাচক্রে, দিন কয়েক আগেই ওই গ্রাম থেকে ১৯৭১ সালের যুদ্ধের সময় ব্যবহৃত পাকিস্তানি মর্টার উদ্ধার হয়।
বিএসএফের দাবি, ব্যাগে করে ওই টাকা বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল। জওয়ানদের তাড়ায় ব্যাগ ফেলে পালায় দুষ্কৃতীরা। ব্যাগ থেকে এক লক্ষ তিন হাজার আটশো ডলার উদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৯ লক্ষ টাকার সমান। এ ছাড়া, এক লক্ষ বাংলাদেশি টাকাও উদ্ধার হয়েছে। বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক আধিকারিক বলেন, “কড়া নজরদারির সুবাদেই এই টাকা উদ্ধার। দুষ্কৃতীরা কী মতলবে ওই টাকা পাচার করছিল, তা দেখা হচ্ছে।” তিনি জানান, এ দিনের ডলার উদ্ধারের ঘটনায় জঙ্গি-যোগ রয়েছে কি না, তা-ও বিএসএফ, পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা দেখছেন। বিএসএফ সূত্রের দাবি, ভারতের তুলনায় বাংলাদেশে ডলারের মূল্য বেশি। সম্ভবত সেই কারণে ওই ডলার বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। কোচবিহার-বাংলাদেশ সীমান্তে এমন কিছু চক্র সক্রিয়, যারা কমিশনের বিনিময়ে দু’-পারে টাকা লেনদেন করে। এ দিনের ডলার পাচারের চেষ্টার পিছনে তেমন চক্রের যোগ রয়েছে কি না, দেখা হচ্ছে।
কোচবিহারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় ৫৪৯ কিলোমিটার বিস্তৃত, যার অনেকাংশে কাঁটাতার নেই। আবার বেশ কিছুটা অংশে রয়েছে নদী। গোয়েন্দাদের মতে, সেই সুযোগ কাজে লাগিয়েই চলে চোরাকারবার। যদিও সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জেরে নজরদারি বেড়েছে সীমান্তে। বেড়েছে বিএসএফ জওয়ানের সংখ্যাও। সেই সঙ্গে নাইটভিশন ক্যামেরা, ড্রোন ব্যবহার করেও চলছে নজরদারি। বিএসএফ জানিয়েছে, ওই সীমান্ত দিয়ে এত দিন চাল, ডাল, নুন থেকে শুরু করে গরু, সোনা পাচারের অভিযোগ উঠলেও, এর আগে কখনও ডলার উদ্ধার হয়নি।