Death

খেলতে খেলতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণের

দীপঙ্করকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে। চিকিৎসকদের বক্তব্য, খেলতে খেলতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ০৯:০৫
Share:

দীপঙ্কর দাস। নিজস্ব চিত্র।

ক্যাচ প্র্যাকটিসের সময় মাঠে পড়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হল। শুক্রবার হুগলির চন্দননগরের ঘটনা। মৃত দীপঙ্কর দাস (১৮) চন্দননগরের কাঁটাপুকুর মসজিদপাড়ার বাসিন্দা। দ্বাদশ শ্রেণির ছাত্র দীপঙ্কর প্রতিদিনের মতো শুক্রবারও বিকেলে শহরের সন্তান সঙ্ঘের মাঠে অনুশীলনে গিয়েছিলেন। একটি ক্যাচ ধরেই তিনি মাঠে লুটিয়ে পড়েন। তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। দীপঙ্করকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে। চিকিৎসকদের বক্তব্য, খেলতে খেলতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। সন্ধ্যায় মৃতদেহ সন্তান সঙ্ঘের মাঠে নিয়ে যাওয়া হয়। দু’বছর আগে পথ-দুর্ঘটনায় দীপঙ্কেরর দাদা মারা যান। দীপঙ্করের বাবা শরবিন্দু দিনমজুর। দু’বছরের মধ্যে দুই সন্তানের দু’জনকেই হারিয়ে তিনি শোকস্তব্ধ। তিনি বলেন, ‘‘ক্রিকেট ছিল দীপঙ্করের প্রাণ। আজ কোচ না আসায় নিজেরাই প্র্যাকটিস করছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement