রাস্তায় বোমার দাগ দেখাচ্ছেন এক বাসিন্দা। নিজস্ব চিত্র
গ্রামে পিচের রাস্তা দিয়ে মাটির গাড়ি চালানোর পরিকল্পনা করেছিল কয়েক জন মাটি কারবারি। রাস্তা ভেঙে যেতে পারে, এই যুক্তিতে আপত্তি জানান কিছু বাসিন্দা। অভিযোগ, সেই আক্রোশে এলাকায় বোমাবাজি করেছে একদল দুষ্কৃতী।
রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গিলাপোল এলাকায়। অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূলের স্থানীয় এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বারাসতের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ‘‘পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।’’ এক গ্রামবাসীর কথায়, ‘‘ওরা সংখ্যায় ২০-২৫ জন ছিল। সকলের হাতে আগ্নেয়াস্ত্র। আচমকা গ্রামে ঢুকে বোমা ছুড়তে থাকে। গ্রামের কয়েক জনের নাম করে হুমকি দিয়ে বলেছে, মাটির গাড়ি চলতে দেওয়া না হলে খুন করবে।’’ এক মহিলার কথায়, ‘‘আমাদের বাড়িতেও বোমা মারতে এসেছিল। কান্নাকাটি শুনে পিছিয়ে যায়। তবে ফের আসবে বলে হুমকি দিয়ে গিয়েছে।’’
বোমাবাজির খবর পেয়ে গ্রামে পুলিশ আসে। দুষ্কৃতীরা বোমা ফাটাতে ফাটাতে পালায়। স্থানীয় এক চিকিৎসকের চেম্বারে গিয়ে রোগীদের ভয়ও দেখায় তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরাও তৃণমূলের সমর্থক। অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘‘পুলিশকে বলেছি, হামলাকারী ও বেআইনি মাটি কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে।’’