—প্রতীকী চিত্র।
দুপুরে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল কিশোর। চড়ুইভাতি ছিল। সেখান থেকে বাড়ি ফিরে রাতে আত্মঘাতী হল সে। মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা। মৃতের নাম সাগর হালদার (১৫)। বেলডাঙা থানা এলাকার সত্তরপুরে তার বাড়ি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
পরিবার সূত্রে খবর, শুক্রবার বন্ধুদের সঙ্গে চড়ুইভাতিতে গিয়েছিল সাগর। সেখান থেকে রাতে বা়ড়ি ফেরে। ‘ফ্রি ফায়ার’ নামক একটি মোবাইল গেমে আসক্ত ছিল সে। চড়ুইভাতি সেরে বাড়ি ফেরার পর অনেক রাত পর্যন্ত সাগর ওই গেম খেলেছিল। তার পর সকালে ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাড়িতে কোনও অশান্তি হয়নি। হয়তো মোবাইল গেম খেলা নিয়েই বন্ধুদের সঙ্গে কিছু হয়েছে।
মৃতের বাবা নীলরতন হালদার বলেন, ‘‘ছেলে বেশ কিছু দিন ধরে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিল। আমরা কিছু বলতে গেলেই রেগে যেত। তাই ইদানীং কিছু বলতাম না। তবে এমনটা হবে ভাবতেও পারছি না।’’
কিশোর কেন আত্মহত্যা করল তা নিয়ে খানিক ধোঁয়াশায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, পরিবারের লোকেদের সঙ্গে কথা বলা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে, সাগর কোনও মানসিক অবসাদে ভুগছিল কি না। জিজ্ঞাসাবাদ করা হবে তার বন্ধুদেরও।