Dilip Ghosh

দিলীপকে কালো পতাকা, গোলমাল

 তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি নেতা-কর্মীদের গাড়ি থেকে কটূক্তি করা হলে স্থানীয়েরা প্রতিবাদ করেন। তখন গাড়ি থামিয়ে বিজেপির লোকজন পাথর ছুড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ০৩:১১
Share:

ফাইল চিত্র।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানোর অভিযোগ ঘিরে বিজেপি-তৃণমূলে ধুন্ধুমার বাধল পূর্ব বর্ধমানের জামালপুরে। বিজেপির অভিযোগ, দিলীপবাবুর গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে তৃণমূল। অভিযোগ উড়িয়ে তাদের স্থানীয় কার্যালয়ে বিজেপি হামলা চালিয়েছে বলে পাল্টা দাবি তৃণমূলের। শনিবার বিকেলে এই গোলমালে দু’পক্ষের কয়েকজন আহত হন। পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। এ দিন সন্ধ্যায় দিলীপবাবু জামালপুর থেকে ফেরার সময়ে মন্তেশ্বরের ভাগরা বাজারেও তৃণমূলের পতাকা হাতে কিছু লোকজন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।

Advertisement

দিলীপবাবুর অভিযোগ, ‘‘কালো পতাকা দেখানোর নাম করে তৃণমূল কার্যালয়ের সামনে অনেকে জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতিতেই ইট-পাথর ছুড়তে থাকে। আমাদের চার জন জখম হয়েছেন। তার পরেও পুলিশ আমাদের লোককেই মিথ্যা মামলায় গ্রেফতার করছে।’’ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথের অভিযোগ, ‘‘বিজেপির লোকজন রড, লাঠি নিয়ে হামলা চালিয়েছে। অরাজকতা তৈরি করতে চাইছে ওরা।’’ বর্ধমান শহরে দলের বৈঠক সেরে, শনিবার বিকেলে জামালপুরের সাহাপুরে সভা করতে যাচ্ছিলেন দিলীপবাবু। অভিযোগ, জৌগ্রামের কাছে নুড়িপুর মোড়ে কয়েকজন তাঁর গাড়ির দিকে কালো পতাকা দেখায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন ‘এ ভাবে’ রাস্তা আটকানোর চেষ্টা করছিল। প্রতিবাদ করায় ইট ছোড়া হয়।

তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি নেতা-কর্মীদের গাড়ি থেকে কটূক্তি করা হলে স্থানীয়েরা প্রতিবাদ করেন। তখন গাড়ি থামিয়ে বিজেপির লোকজন পাথর ছুড়েছে। রাস্তার পাশে তৃণমূলের কার্যালয়ের দরজা ও সামনে রাখা মোটরবাইকও ভাঙচুর হয়েছে। বিজেপির তোলা নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে পুলিশ জানায়, লাঠি উঁচিয়ে দু’পক্ষকে সরানো হয়েছে। দু’জনকে আটক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement