Cyclone Amphan

যুব মোর্চার হুঁশিয়ারি

পাশাপাশি, বিদ্যুৎ মাসুল কমানোর দাবিতে জাতীয় এবং রাজ্য সড়ক জুড়ে পাঁচ হাজার কিলোমিটার রাস্তায় ১০ ফুট অন্তর পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকার কর্মসূচিও নিয়েছে বিজেপির যুব মোর্চা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ০৬:৫০
Share:

প্রতীকী ছবি।

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েই জেলাশাসক এবং থানা ঘেরাও করে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন সৌমিত্র খান। তিনি শুক্রবার অভিযোগ করেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ রাজ্যের অন্য নেতারা লকডাউনে বিপন্ন এবং ‘আমপান’-দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গেলে পথে তৃণমূল বা পুলিশ তাঁদের আটকাচ্ছে। এই প্রেক্ষিতেই সৌমিত্র হুঁশিয়ারি দেন, ‘‘যুব মোর্চা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের রাজ্য স্তরের কোনও নেতাকে আর এক বারও কোথাও আটকানো হলে আমরা এক ঘণ্টার মধ্যে সব জেলাশাসকের কার্যালয় এবং থানা ঘেরাও করব!’’ পাশাপাশি, বিদ্যুৎ মাসুল কমানোর দাবিতে জাতীয় এবং রাজ্য সড়ক জুড়ে পাঁচ হাজার কিলোমিটার রাস্তায় ১০ ফুট অন্তর পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকার কর্মসূচিও নিয়েছে বিজেপির যুব মোর্চা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement