লাগাতার আন্দোলনে বিজেপির যুব মোর্চা

বুধবার রাজ্য বিজেপির দফতরে প্রথমে মহিলা মোর্চা এবং পরে যুব মোর্চার সঙ্গে বৈঠকে বসেন বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ০৩:৪৩
Share:

বিজেপি যুব মোর্চা।

রাজ্য জুড়ে এ বার লাগাতার আন্দোলন কর্মসূচি নিল বিজেপির যুব মোর্চা। একই সঙ্গে রাজ্যের কলেজে কলেজে ক্যাম্প করে অন্তত ১০ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রাও স্থির করে দেওয়া হয়েছে তাদের সামনে।

Advertisement

বুধবার রাজ্য বিজেপির দফতরে প্রথমে মহিলা মোর্চা এবং পরে যুব মোর্চার সঙ্গে বৈঠকে বসেন বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতারা। রাজ্য যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকারের বক্তব্য, ‘‘৩ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি কলেজে সদস্য সংগ্রহের জন্য ক্যাম্প তৈরি করব। একই সঙ্গে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন কর্মসূচি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।’’

সূত্রের খবর, বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে আগামী ১১ সেপ্টেম্বর সিইএসসি দফতর ঘেরাও করার কর্মসূচিও নেওয়া হয়েছে এ দিনের বৈঠকে। এ ছাড়াও রাজ্য জুড়ে ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির সাফল্যের প্রচার করতেও নির্দেশ দেওয়া হয়েছে মহিলা ও যুব মোর্চাকে। যুব মোর্চার কেন্দ্রীয় নেতা সৌরভ সিকদার এ দিন বলেন, ‘‘কেন্দ্রীয় নেতৃত্ব অনেক আগেই দেশ জুড়ে ৩৭০ অনুচ্ছেদ নিয়ে যুব মোর্চাকে রাস্তায় নামার নির্দেশ দিয়েছিল। এ বার তা রাজ্যেও শুরু হবে।’’

Advertisement

এ দিনের বৈঠকে তৃণমূল থেকে বিজেপিতে আসা শঙ্কুদেব পাণ্ডা, সৌমিত্র খান, শুভ্রাংশু রায় এবং পবন সিংহকে যুব মোর্চার সদস্য পদ দেওয়া হয়। যদিও তাঁরা প্রত্যেকেই রাজ্য যুব মোর্চার সভাপতির পদ পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement