Suvendu Adhikari

থানায় গিয়ে চড়া সুর শুভেন্দুর

শনিবার দুপুরে প্রথমে খেজুরি-২ ব্লকের বিদ্যাপীঠ থেকে জনকা পর্যন্ত বিজেপির পদযাত্রায় পা মেলান নন্দীগ্রামের বিধায়ক। তারপর আচমকাই খেজুরি থানায় ঢুকে পড়েন শুভেন্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ০৬:৫১
Share:

খেজুরি থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছেন শুভেন্দু। —নিজস্ব চিত্র।

বিজেপি কার্যকর্তাদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে— এই অভিযোগ তুলেই পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, তিনি থানায় ঢুকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন কর্তব্যরত পুলিশকর্মীদের। নাম না করে বিঁধেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

Advertisement

শনিবার দুপুরে প্রথমে খেজুরি-২ ব্লকের বিদ্যাপীঠ থেকে জনকা পর্যন্ত বিজেপির পদযাত্রায় পা মেলান নন্দীগ্রামের বিধায়ক। তারপর আচমকাই খেজুরি থানায় ঢুকে পড়েন শুভেন্দু। থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তখন সেখানে ছিলেন না। তখন উপস্থিত পুলিশকর্মীদের শুভেন্দু বলেন, ‘‘আমি আসব জেনেই উনি চলে গিয়েছেন। ভাইপোর এসপিকে জিজ্ঞাসা করেই মনে হয় চলে গিয়েছেন।’’ শুভেন্দু আরও বলেন, ‘‘শ্যামাপদ মণ্ডল (নন্দীগ্রামে বিজেপির এক মণ্ডল সভাপতি)-কে মিথ্যা মামলায় গ্রেফতার করেছিল। তার জন্য এখন তদন্তকারী আধিকারিক বিপদে আছেন। কোর্টে টানাটানি চলছে। বাটুল দাসকে (খেজুরির মণ্ডল সভাপতি) যা করেছেন তার ফলও আপনাদের ভুগতে হবে।’’

থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতার মন্তব্য, ‘‘ওসি পালিয়ে গিয়েছেন। মমতার পুলিশ ভীতু। এর পরে গ্রামে ঢুকলে, বিজেপির লোকেদের আক্রমণ করলে, যে ভাষায় কথা বললে মমতার পুলিশ সন্তুষ্ট হবে সেই ভাষাতেই কথা বলা হবে।’’ এ দিন নন্দীগ্রামে গিয়েও তিনি বলেছেন, ‘‘খেজুরি থানা এলাকায় আমাদের কর্মীদের হেনস্থা করতে পুলিশ নতুন করে চক্রান্ত শুরু করেছে। এদের কী করে শায়েস্তা করতে হয় আমি জানি।’’

Advertisement

তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা পূর্ব মেদিনীপুরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ পাল্টা বলছেন, ‘‘গোটা রাজ্যে আমাদের দলের নেতাদের মিথ্যা মামলায় হেনস্থা করে বেড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসলে মানুষ বিজেপির সঙ্গে নেই। এ কথা বুঝতে পেরে বিরোধী দলনেতা হতাশা থেকে যা পারছেন বলছেন।’’

খেজুরি থানায় বিজেপির অভিযানের ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘‘আপাতত জেনারেল ডায়েরি করা হয়েছে।’’ বিকেলে এলাকায় পাল্টা বাইক মিছিল করে তৃণমূল। খেজুরি-২ ব্লকের শ্যামপুর থেকে হিজলি পর্যন্ত সেই মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement