BJP

কেউ পারবে না বাঁচাতে, কেতুগ্রামে পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

দিলীপ জানান, আগামী বিধানসভা নির্বাচনের সময় রাজ্য পুলিশকে ভোটকেন্দ্রের কাছে যেতে দেওয়া হবে না। কেন্দ্রীয় বাহিনী ভোটের দায়িত্বে থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৭:৫৪
Share:

কেতুগ্রামের সভায় দিলীপ ঘোষ— নিজস্ব চিত্র।

পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার পূর্ববর্ধমানের কেতুগ্রামের কাঁন্দরা গ্রামের মাঠে বিজেপি-র সভায় তিনি তিনি বলেন, ‘‘বিজেপি কোথায় যাবে, কোথায় দাঁড়াবে, কী করবে, সব পুলিশকে বলতে হবে না কি? পুলিশ ভাবছে দিদিমণি বাঁচাবে। আরে শুনুন, দিদিমণিকেই কেউ বাঁচাতে পারবে না। স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না।’’

Advertisement

বিজেপি নেতার অভিযোগ, কেতুগ্রামে তাঁদের সভা করার জায়গা দিতে চাইছিল না পুলিশ। এমনকি, পুলিশের তরফে বলে দেওয়া হয়েছে সভাস্থলের পাশের জমিতে পা দেওয়া যাবে না।

রাজ্য পুলিশের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে দিলীপ বলেন, ‘‘ বিধানসভা ভোটের সময় রাজ্য পুলিশকে ভোটকেন্দ্রের কাছে যেতে দেওয়া হবে না। ১০০ গজ দূরে রাখা হবে রাজ্যের পুলিশকে। কেন্দ্রীয় বাহিনী ভোটের দায়িত্বে থাকবে। আপনারা নির্ভয়ে ভোট দেবেন আর চলে আসবেন। রাজ্যে বিজেপির সরকার এলে তবেই উন্নয়ন সম্ভব। তৃণমূল তোলাবাজের দল।’’

Advertisement

কেতুগ্রামের সভায় রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দিলীপের মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী দিদিকে টাকা দিতে ভরসা পাচ্ছে না। টাকা পেলেই কাটমানিতে সব খরচ হয়ে যাবে। দিদির এত হাত যশ যে রাজ্যের উন্নয়নের টাকা কাটমানিতে চলে যাচ্ছে।’’ সম্প্রতি একাধিক তৃণমূল নেতার দলত্যাগ এবং ভাঙন আটকাতে নেতৃত্বের সক্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দিদি এবং তাঁর ভাইপো শান্তিতে নেই। সকালে কেউ এদিকে চলে যাচ্ছে তো বিকেলে ওদিকে চলে যাচ্ছে। দিদি টেনে টেনে সব নিয়ে আসছে।’’

মঙ্গলবার দুপুরে কাঁদরা হাসপাতাল সংলগ্ন মাঠে বিজেপি-র যোগদান মেলা কর্মসূচি ছিল। সেখানে দিলীপের হাত ধরে শতাধিক তৃণমূলকর্মী বিজেপি-তে যোগ দেন। এর আগে সকালে এদিন কাটোয়া চায়ে পে চর্চায় অংশ নেন তিনি। সেখানে বলেন, ‘‘আগে তৃণমূল ভয় দেখাত। মারধর করত। হুমকি দিত। মিথ্যা মামলা দিত। এখন ওদের আর দম নেই। এখন কুৎসা প্রচার করছে। এর হোতা প্রশান্ত কিশোর। ও তৃণমূলের কাছে ৫০০ কোটি টাকা নিয়েছে কুৎসা প্রচারের জন্য। তাই আমাদের নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা করছে।’’

আরও পড়ুন: নয়া ভাইরাসের টিকা ৬ সপ্তাহে বানানোর দাবি বায়োএনটেকের

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতার তৃণমূলে যোগদানে কোনও প্রভাব রাজ্য রাজনীতিতে পড়বে না বলে দাবি করেন দিলীপ। তিনি বলেন, ‘‘সৌমিত্র এবং তাঁর স্ত্রীর বিষয় সম্পূর্ণ পারিবারিক। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এটা নিয়ে আমাদের কোনও ভাবনাও নেই।’’ সোমবার রাতে কাটোয়ায় পৌঁছে সার্কাস ময়দান এলাকার একটি অতিথিশালায় ছিলেন দিলীপ। ভোরে হেঁটে গৌরাঙ্গবাড়িতে গিয়ে পুজো দেওয়ার পরে ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন।

আরও পড়ুন: আল কায়দা জঙ্গি যোগ সন্দেহে এনআইএ-র হাতে ধৃত ১ জলঙ্গিতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement