ছবি: এএফপি।
বিজেপি এ বার নবান্ন বা লালবাজার অভিযানের কর্মসূচি নিতে চায়। শুক্রবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবি করলেন, ‘‘দিন কয়েকের মধ্যেই শহরে বড়সড় আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে দল। নির্বাচন পর্ব থেকে শুরু হওয়া হিংসা এবং খুনের প্রতিবাদে এই আন্দোলন।’’
শুক্রবার দুপুরে আন্দোলনের রূপরেখা স্থির করতে দীর্ঘ বৈঠক হয় দলের সদর দফতরে। লালবাজার অভিযান অথবা নবান্ন অভিযানের মতো কর্মসূচি নেওয়ার কথা স্থির হয়। যেহেতু দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শহরে নেই, তাই আনুষ্ঠানিক ভাবে আন্দোলনের দিন এবং জায়গা এ দিন ঘোষণা করা হয়নি।
অন্য দিকে এ দিন বিকেলে মেডিক্যাল কলেজে দলীয় এক কর্মীকে দেখতে গিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ‘‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নির্বিচারে আক্রমণ চালাচ্ছে। আশা করব রাজ্য প্রশাসন দ্রুত দোষীদের গ্রেফতার করবে। নইলে আমাদের অন্য পথ দেখতে হবে।’’