গণনা কেন্দ্রের জন্য প্রশিক্ষণে বিজেপি

ভোট গণনার জন্য কর্মীদের প্রশিক্ষণ দিতে আজ, মঙ্গলবার রাজ্যে চার দিনের শিবির শুরু করছে বিজেপি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের ভারপ্রাপ্ত নেতা ওম পাঠক ওই প্রশিক্ষণ দেবেন। সঙ্গে থাকবেন রাজ্য বিজেপি-র সহ পর্যবেক্ষক সুরেশ পূজারী। প্রশিক্ষণ নেবেন প্রতি কেন্দ্রের প্রার্থী, তাঁদের মুখ্য নির্বাচনী এজেন্ট এবং বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০৩:৪৪
Share:

ভোট গণনার জন্য কর্মীদের প্রশিক্ষণ দিতে আজ, মঙ্গলবার রাজ্যে চার দিনের শিবির শুরু করছে বিজেপি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের ভারপ্রাপ্ত নেতা ওম পাঠক ওই প্রশিক্ষণ দেবেন। সঙ্গে থাকবেন রাজ্য বিজেপি-র সহ পর্যবেক্ষক সুরেশ পূজারী। প্রশিক্ষণ নেবেন প্রতি কেন্দ্রের প্রার্থী, তাঁদের মুখ্য নির্বাচনী এজেন্ট এবং বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতারা। প্রার্থীরা এর পর নিজেদের কেন্দ্রে গিয়ে সম্ভাব্য কাউন্টিং এজেন্টদের ওই প্রশিক্ষণ দেবেন। রাজ্য বিজেপি-তে ভোট গণনার জন্য এই ধরনের প্রশিক্ষণ আগে হয়নি। পাশাপাশি, ভোট পর্বে কেন্দ্র পিছু নেতা-কর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা হবে ওই বৈঠকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement