State News

প্রতি পুরসভায় পৃথক ইস্তেহার বিজেপির

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, বিজেপি এ রাজ্যে সরকারে না থাকায় মানুষের অভিযোগের সুরাহা করার ক্ষমতাও তাদের নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৬
Share:

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। —ফাইল চিত্র।

পুরভোটে প্রত্যেক পুরসভার জন্য আলাদা ইস্তেহার প্রকাশ করবে বিজেপি। এ রাজ্যে দলের ইতিহাসে যা প্রথম। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু রবিবার বলেন, ‘‘প্রত্যেক পুরসভায় মানুষের সমস্যা, চাহিদা আলাদা। তৃণমূল নেতাদের কেলেঙ্কারিও ভিন্ন ভিন্ন। তাই পুরভোটে প্রতি পুরসভার জন্য আলাদা ইস্তেহার করা হবে। সেখানে সংশ্লিষ্ট পুর এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধেও চার্জশিট থাকবে।’’ প্রসঙ্গত, এর আগেই বিজেপি জানিয়েছে, পুরভোটকে সামনে রেখে জনসংযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটি ই মেল আইডি চালু করবে তারা। সাধারণ মানুষ সেই নম্বরে এবং ই মেলে নিজেদের অভাব-অভিযোগ, এলাকার সমস্যা, এমনকি, পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। পুরসভাপিছু ইস্তেহার তৈরিতে ওই অভিযোগগুলি কাজে লাগাবে বিজেপি। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, বিজেপি এ রাজ্যে সরকারে না থাকায় মানুষের অভিযোগের সুরাহা করার ক্ষমতাও তাদের নেই। তা হলে মানুষ তাদের কাছে অভিযোগ জানাবে কেন? তবে কি সবটাই হবে ‘তৈরি করা’?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement