Narendra Modi

প্রচারে মোদী-ব্যাগ বিজেপির

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ০৭:৪০
Share:

ফাইল চিত্র।

অতিমারি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বিনামূল্যে যে রেশন দেওয়া হচ্ছে, তার প্রচার বাড়াতে উপভোক্তাদের ব্যাগ বিলি করবে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার জানান, ‘‘প্রধানমন্ত্রী নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দিচ্ছেন। সেই কারণেই সঙ্কটের সময়ে কারও অনাহারে মৃত্যু হয়নি। আমরা উপভোক্তাদের ব্যাগ দিয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগ সম্পর্কে অবহিত করব।’’ বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্য সরকার কৃতিত্ব দাবি করে। তাই সাধারণ মানুষকে কেন্দ্রের প্রকল্পের কথা জানাতে প্রধানমন্ত্রী এবং দিলীপবাবুর ছবি দেওয়া ব্যাগ বিলির সিদ্ধান্ত নিয়েছেন দলীয় নেতৃত্ব। বিজেপির এই কর্মসূচি নিয়ে তৃণমূল নেতা তাপস রায়ের কটাক্ষ, ‘‘দেশবাসীর দুর্ভাগ্য, এক জন প্রধানমন্ত্রী নিজের ছবি ছাড়া আর কিছু দিতে পারলেন না!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement