Dilip Ghosh

ভোট-বৈঠকে দিল্লিতে দিলীপরা

দিলীপবাবু বলেন, ‘‘করোনার জন্য চার মাস এই ধরনের বৈঠক বন্ধ ছিল। কিন্তু বিধানসভা ভোটের প্রস্তুতি আর ফেলে রাখা যাবে না। তাই দিল্লিতে এই বৈঠক।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০৭:২৫
Share:

ফাইল চিত্র।

এ রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে কাল, বুধবার থেকে দিল্লিতে বৈঠকে বসছে বিজেপি। বৈঠক চলার কথা ২৭ জুলাই পর্যন্ত। ওই বৈঠকে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায়, রাজ্য দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ, আর এক কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন এবং পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদেরা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং জেলা সভাপতিদেরও বাছাই করা কয়েকটি দিনে ওই বৈঠকে ডাকা হয়েছে। দিলীপবাবু বলেন, ‘‘করোনার জন্য চার মাস এই ধরনের বৈঠক বন্ধ ছিল। কিন্তু বিধানসভা ভোটের প্রস্তুতি আর ফেলে রাখা যাবে না। তাই দিল্লিতে এই বৈঠক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement