BJP

মোদীর জন্মদিন, জনসংযোগে বিজেপি

রাজ্যেও প্রতিটি বুথে গুরুত্বের সঙ্গে সেই কর্মসূচি পালনে জোর দেওয়া হয়েছে। এ ছাড়া, কেন্দ্রীয় সরকারের জনহিতকর প্রকল্পের প্রচার কর্মসূচি নিয়েছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩০
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি জনসংযোগে জোর দিল। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ওই উপলক্ষে সপ্তাহ জুড়ে সেবা কর্মসূচি পালন করবে বিজেপি। রাজ্যেও প্রতিটি বুথে গুরুত্বের সঙ্গে সেই কর্মসূচি পালনে জোর দেওয়া হয়েছে। এ ছাড়া, কেন্দ্রীয় সরকারের জনহিতকর প্রকল্পের প্রচার কর্মসূচি নিয়েছে তারা। এই সময়ের মধ্যে বুথে বুথে কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তাদের সঙ্গেও নেতৃত্ব যোগাযোগ রাখবেন। দলের বিধাননগরের দফতরে সোমবার বৈঠকে বসেন বিজেপি নেতারা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালেরা বৈঠকে ছিলেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষকেরাও উপস্থিত ছিলেন। বৈঠকে বিধানসভাভিত্তিক দলীয় কর্মসূচি বাড়ানো ও বুথ শক্তিশালী করার কাজেও গুরুত্ব দিতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement