BJP

১২ দফার সঙ্কল্পপত্র বিজেপির

রাজ্য রাজনীতি একের পর এক দুর্নীতির কাণ্ডে তোলপাড়। পঞ্চায়েত স্তরেও বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ০৭:০৪
Share:

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফাইল চিত্র।

পঞ্চায়েত ভোটের আগে ভোটারদের জন্য সঙ্কল্পপত্র নিয়ে আসতে চলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

Advertisement

প্রাথমিক ভাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে ইঙ্গিত দিয়েছেন, তাতে ওই সঙ্কল্পপত্রে ১২ দফা প্রতিশ্রুতি থাকবে, পঞ্চায়েতে জিতলে যা পালনে বাধ্য থাকবেন বিজেপি নেতৃত্ব।

রাজ্য রাজনীতি একের পর এক দুর্নীতির কাণ্ডে তোলপাড়। পঞ্চায়েত স্তরেও বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের মতে, তাই ওই সঙ্কল্প পত্রের প্রথম শর্তটিই হবে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত। এ ছাড়া দিল্লিতে যেমন স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে মহল্লা ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, ঠিক সে ভাবে পঞ্চায়েত পিছু একটি করে মহল্লা ক্লিনিক খোলার প্রতিশ্রুতি দেওয়া হবে।

Advertisement

রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিস্তর টানাপোড়নের পরে অবশেষে পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় গ্রামোন্নয়নের প্রকল্পে টাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের ওই সিদ্ধান্ত যথাযথ বলে দাবি করে সুকান্ত বলেন, “রাজ্য সরকার নিয়ম মানেনি বলেই কেন্দ্র এত দিন টাকা আটকে রেখেছিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement