প্রতীকী চিত্র।
তৃণমূলের বিরুদ্ধে আলুর দামে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ তুলে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ দিন দিলীপের অভিযোগ, পাঁচ টাকার আলু বাজারে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। মাঝখানের ৪০ টাকা তৃণমূলের নির্বাচনী তহবিলে যাচ্ছে।
এই মন্তব্যের জন্য দিলীপবাবুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। হলদিয়ায় রবিবার দিলীপবাবু বলেন, ‘‘আলু চাষিরা পাঁচ টাকা কেজি দরে আলু বিক্রি করেছেন। সেই আলু ৪৫ টাকা দরে কিনতে হচ্ছে। মাঝখানের ৪০ টাকা দিদির ভাইয়েরা কাটমানি খাচ্ছেন। কাটমানির মাধ্যমে দিদি ভোটের জন্য টাকা তুলছেন।’’
দিলীপবাবুর এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ এবং ‘মানহানিকর’ বলে অভিহিত করে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘প্রয়োজনে আমাদের আইনি ব্যবস্থার কথা ভাবতে হবে। কেন্দ্র সম্প্রতি অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন করে মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপায়টাই বন্ধ করে দিয়েছে।আলু-পেঁয়াজের দাম বাড়ছে সেই কারণে। এ রাজ্যের সরকার আলু-পেঁয়াজের দাম বেঁধে দিয়েছে। এই সত্যটা চাপা দিতেই দিলীপবাবু মিথ্যার বেসাতি করেছেন।’’
আরও পডুন: অদূরভ্রমণে ভিড়, আবাসে কড়াকড়ি স্বাস্থ্যবিধি নিয়েও