Sukanta Majumdar

আর জি কর নিয়ে ইডি-কে চিঠি সুকান্তের

চিঠিতে তিনি উইলিয়াম শেক্সপিয়রের ‘হ্যামলেট’ থেকে উদ্ধৃত করে বলেছেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় কোথাও একটা পচন ধরেছে।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৯
Share:

সুকান্ত মজুমদার। —ফাইল চিত্র।

কলকাতার আর জি কর মেডিকেল কলেজে আর্থিক বেনিয়মের অভিযোগ তুলে ইডি অধিকর্তাকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে তিনি উইলিয়াম শেক্সপিয়রের ‘হ্যামলেট’ থেকে উদ্ধৃত করে বলেছেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় কোথাও একটা পচন ধরেছে। চিঠিতে জনগণের অর্থের অপব্যবহার, চড়া দামে স্বাস্থ্য সামগ্রী কেনা, প্রয়োজনীয় অনুমতি ছাড়া হাসপাতালের জমিতে খাবারের দোকান ভাড়া দেওয়া, শিক্ষা সংক্রান্ত বরাদ্দের অপব্যবহার, স্নাতক ও স্নাতকোত্তর কাউন্সেলিংয়ের ব্যয়ে অনিয়ম, অবৈধ নিয়োগ, জৈব বর্জ্য ব্যবস্থাপনায় কেলেঙ্কারি-সহ একাধিক বিষয়ে তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে মূল অভিযোগ আনা হয়েছে। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় অর্থ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement