BJP< Farm Bills 2020

কৃষি বিলের সমর্থনে রাজ্যে প্রচারে বিজেপি

একেবারে বুথ স্তর পর্যন্ত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে দলের বক্তব্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৯
Share:

প্রতীকী ছবি।

কৃষি বিল নিয়ে এ রাজ্যে বিরোধী প্রচারের মোকাবিলা করার জন্য দলীয় সাংসদদের দায়িত্ব দিল বিজেপি।

Advertisement

দিল্লিতে বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডার সঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায়, রাজ্য দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন এবং আর এক কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের বৈঠক হয়। সেখানেই ঠিক হয়, বিধানসভা ভোটকে সামনে রেখে আগামী অন্তত এক মাস এ রাজ্যে বিজেপি সাংসদরা এবং লোকসভা ভোটে লড়ে যাঁরা হেরেছেন, তাঁরা নিজের নিজের কেন্দ্রে কৃষি বিল নিয়ে বিরোধী প্রচারের মোকাবিলায় রাস্তায় নামবেন। একেবারে বুথ স্তর পর্যন্ত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে দলের বক্তব্য। নড্ডার সঙ্গে বৈঠকের পরে দিলীপবাবুরা দলীয় সাংসদদের সঙ্গে আলাদা বৈঠকে ওই সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন। রাহুলবাবু পরে বলেন, ‘‘রাজ্য সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের বার্ষিক ১২ হাজার টাকা থেকে এ রাজ্যের কৃষকদের বঞ্চিত করেছে। সেটা নিয়ে প্রশ্ন উঠতেই ওটা আড়াল করতে এখন কৃষি বিল নিয়ে নতুন মিথ্যের ধুয়ো তুলছে।’’ একই বক্তব্য জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে এ দিনই দাবিপত্র দিয়েছে বিজেপির এক প্রতিনিধি দল।

আমপান-ক্ষতিপূরণের টাকায় দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপি গত চার মাস ধরে সরব। নড্ডার সঙ্গে দিলীপবাবুদের এ দিনের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ অক্টোবর রাজ্যের আমপান-দুর্গত ব্লকগুলিতে ওই দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ হবে। আগামী ৬ অক্টোবর নবান্ন অভিযানের কর্মসূচি আগেই জানিয়েছিল রাজ্য বিজেপির যুব মোর্চা। এ দিনের বৈঠকে ঠিক হয়েছে, ওই কর্মসূচি হবে ৮ তারিখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement