স্বামী বিবেকানন্দকে ‘হিন্দু প্রতীক’ হিসাবে তুলে ধরতে সক্রিয় হল বিজেপি। তাদের বরাবরের অভিযোগ, বিবেকানন্দের বিভিন্ন উদ্ধৃতির পছন্দমতো অংশ প্রচার করে এবং বাকি অংশ বাদ দিয়ে তাঁকে ‘নাস্তিক’ প্রমাণ করার চেষ্টা করে বামফ্রন্ট, তৃণমূল এবং কংগ্রেস। এ বার তার মোকাবিলায় দলের বিদ্বজ্জন সেলকে নামিয়েছে বিজেপি।
বিবেকানন্দের একটি উক্তি— ‘‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে’’ বঙ্গসমাজে যথেষ্ট জনপ্রিয়। বিজেপি-র বিদ্বজ্জন সেল ফ্লেক্স টাঙিয়ে প্রচার করছে, বিবেকানন্দের ওই উদ্ধৃতির পরবর্তী অংশটি হল— ‘‘তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভাল বুঝিবে।’’