বিক্ষোভ করে বিধানসভার বাইরে বেরিয়ে আসছেন বিজেপি বিধায়কেরা। — নিজস্ব চিত্র।
বিজেপির পরিষদীয় দলের বিক্ষোভে ফের উত্তপ্ত হল বিধানসভা। অধিবেশনে বুধবার সরকারি জমি ‘জবরদখল’ নিয়ে প্রশ্ন করেছিলেন বিজেপি বিধায়কেরা। সরকারি পক্ষের তরফে সেই প্রশ্নের উত্তর দিতে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ইসলাম ধর্মে ‘দাওয়াত’ দিয়ে নিয়ে আসা সংক্রান্ত তাঁর সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি পরিষদীয় দল বিধানসভায় আগেই জানিয়েছিল, যত ক্ষণ না নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন, তত ক্ষণ ফিরহাদকে তাঁরা কোনও প্রশ্ন করবেন না, কোনও বিষয় তাঁর কাছে উল্লেখ করবেন না। এমনকি, ফিরহাদ কোনও আলোচনায় অংশ নিলে তাঁরা বয়কট করবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী এ দিন ফিরহাদ জবাব দিতে যাওয়া মাত্রই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কেরা। কিন্তু তার পরেও ফিরহাদ বক্তব্য চালিয়ে যাওয়ার তাঁরা কক্ষত্যাগ করে বাইরে বিক্ষোভ শুরু করেন। পরে বিধানসভায় বিজেপির সচেতক শঙ্কর ঘোষ বলেন, ‘‘উনি ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন, ধর্মীয় সভায় যেতে পারেন, দুর্গা পুজো, বর্ষবরণ, বর্ষশেষের অনুষ্ঠানে যেতে পারেন। কিন্তু উনি যেখানেই যান, মন্ত্রী হিসেবেই যাচ্ছেন। মন্ত্রীর জোব্বা খুলে রেখে যাওয়া যায় না। মন্ত্রী হিসেবে তিনি সংবিধানের কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার মধ্যে দাঁড়িয়ে এই মন্তব্য করা যায় না। হয় তিনি তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চান। না হলে সাংবিধানিক দায়িত্ব ছেড়ে দিন।’’ ফিরহাদ অবশ্য পাল্টা দাবি করেছেন, তিনি কখনওই সাম্প্রদায়িক কোনও ভূমিকা নেননি।