উত্তরকন্যার কাছে এনএইচপিসি-র বাংলো থেকে বেরোতেই দিলীপ-সায়ন্তনকে আটকানো হয় বলে অভিযোগ। নিজস্ব চিত্র।
বিজেপি-র উত্তরকন্যা অভিযানের শুরুতেই বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আটকানো হয় সায়ন্তন বসু-সহ অন্য বিজেপি নেতাদেরও। বাধা দেওয়া হয় আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকে। সোমবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিনেই উত্তরকন্যা অভিযান বিজেপি নেতৃত্বর। বিজেপির যুব মোর্চা কর্মসূচির ডাক দিলেও এখানে রয়েছেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। সোমবার সকালে উত্তরকন্যার কাছে এনএইচপিসি-র বাংলো থেকে বেরোতেই দিলীপ-সায়ন্তনকে আটকানো হয় বলে অভিযোগ। সে সময় বিজেপি নেতৃত্বের সঙ্গে পুলিশের বচসা হয় বলে বিজেপি নেতৃত্বের দাবি। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সোমবার সকালে বলেন, ‘‘পুলিশ যতই চেষ্টা করুক, আমাদের কর্মীদের আটকাতে পারবে না।’’
বিজেপির যুব মোর্চার এই অভিযান কর্মসূচির জন্য ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় ব্যারিকেড করা হয়েছে। বিজেপির অভিযোগ, বহু জায়গায় পুলিশ তাঁদের আটকাচ্ছে। এই কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে নাগরাকাটা ভানু মোড় এলাকায় সাংসদ জন-সহ বিজেপি কর্মীদের আটকায় মালবাজারের সিআই আশিস থাপার নেতৃত্বাধীন পুলিশ।
সেই ছবি সাংবাদিকরা তুলতে গেলে আশিস সাংবাদিকদের বাধা দেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। পরে অবশ্য সাংসদ ও বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়া হয়। সোমবার বিজেপি-র এই কর্মসূচির জন্য এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই বিজেপি-র কর্মী সমর্থকেরা ওই অভিযানে সামিল হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন: মমতা-অভিষেকের ব্যানারের পাশেই মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ শুভেন্দুর ব্যানার ঘিরে রাজনৈতিক তরজা
সোমবার মেদিনীপুরে তৃণমূল নেত্রীর জনসভার পাল্টা কর্মসূচি হিসেবেই উত্তরকন্যা অভিযানকে হাতিয়ার করছে রাজ্য বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে আমপান ও করোনাতে দুর্নীতি, বেকারত্বের হার, চা শ্রমিকদের দুরবস্থা, উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনা-সহ একগুচ্ছ অভিযোগ তুলে উত্তরকন্যা অভিযানের ডাক বিজেপির যুব মোর্চার। যা শোনা যাচ্ছে, উত্তরকন্যা অভিযানে দু'দিক থেকে দুটি মিছিল করবেন বিজেপি কর্মীরা। একটি মিছিল যাবে জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে এবং অন্যটি যাবে শিলিগুড়ির জলপাই মোড় থেকে। জলপাইগুড়ির মিছিলটিতে নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ ছাড়া থাকবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সহ বিজেপি নেতাকর্মীরা। শিলিগুড়ির মিছিলটিতে নেতৃত্ব দেবেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। এ ছাড়া ওই মিছিলে থাকবেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন।
আরও পড়ুন: বিজেপি আজ ঝাঁপাচ্ছে শিলিগুড়িতে, উপস্থিত দিলীপ-মুকুল-কৈলাসরা